Logo Logo

সারাদেশে ছাত্র সংসদ নিয়ে সরব, নীরব কেন বরিশাল বিশ্ববিদ্যালয়?

১৫ বছরেও হয়নি ছাত্র সংসদ, শিক্ষার্থীদের প্রাণের দাবিকে উপেক্ষা করছে প্রশাসন


Splash Image

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) শিক্ষার্থীদের প্রাণের দাবি ছাত্র সংসদ এখনো আলোর মুখ দেখেনি। গণভোটে বিপুল সমর্থন মিললেও প্রশাসনের দৃশ্যমান পদক্ষেপের অভাব শিক্ষার্থীদের হতাশ করছে।


বিজ্ঞাপন


দীর্ঘ ফ্যাসিস্ট শাসনের পতনের পর সারাদেশে বইছে নির্বাচনী আমেজ। সেই হাওয়ায় প্রাণ ফিরে পাচ্ছে দেশের বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্র সংসদ নির্বাচন। ডাকসু, জাকসু, রাকসু, চকসু ইতোমধ্যেই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকলেও পিছিয়ে নেই অপেক্ষাকৃত ছোট ক্যাম্পাসগুলো। তবে ব্যতিক্রম দেখা যাচ্ছে দক্ষিণাঞ্চলের অন্যতম বিদ্যাপীঠ বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি)।

২০১১ সালে প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয়ে গত ১৫ বছরেও হয়নি ছাত্র সংসদ নির্বাচন। এ বছরের মে মাসে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সাবেক উপাচার্য শুচিতা শরমিন বিদায় নেন। এরপর অন্তর্বর্তীকালীন উপাচার্য হিসেবে দায়িত্ব নেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলম। দায়িত্ব নেওয়ার মাত্র ১০ দিনের মাথায় শিক্ষার্থীরা তাঁর কাছে ৮২ দফা দাবি পেশ করেন। এর মধ্যে অন্যতম ছিল দ্রুত ছাত্র সংসদ নির্বাচন। কিন্তু শিক্ষার্থীদের অভিযোগ, আশ্বাসের বাইরে এখনো কোনো দৃশ্যমান পদক্ষেপ নেননি প্রশাসন।

শিক্ষার্থীদের দাবি, বিশ্ববিদ্যালয়ের আইনে ছাত্র সংসদের কোনো বিধান নেই—তাই প্রয়োজনীয় সংশোধন ছাড়া নির্বাচন সম্ভব নয়। অথচ তিন মাস পেরিয়ে গেলেও এই বিষয়ে কোনো কার্যকরী উদ্যোগ নেয়নি প্রশাসন।

গত ২২ থেকে ২৭ জুলাই বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল, ববি শাখার উদ্যোগে একটি গণভোট অনুষ্ঠিত হয়। সেখানে বিপুল ৮২.২ শতাংশ শিক্ষার্থী ছাত্র সংসদ চেয়ে ভোট দেন। মাত্র ১১ শতাংশ শিক্ষার্থী ভোট দেন বিপক্ষে। এই ফলাফলের ভিত্তিতে গত ৩ আগস্ট সংগঠনটি উপাচার্যের কাছে স্মারকলিপি জমা দিলেও প্রশাসনের পক্ষ থেকে তেমন কোনো সাড়া পাওয়া যায়নি।

গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের সংগঠক ভূমিকা সরকার বলেন,

“গণভোটেই প্রমাণ হয়েছে শিক্ষার্থীরা ছাত্র সংসদ চায়। আমরা প্রশাসনকে লিখিত জানিয়েছি, এখনো আলাপ হয়নি। আমরা চাই, প্রশাসন দ্রুত ছাত্র সংসদের রোডম্যাপ প্রকাশ করুক।”

এ বিষয়ে বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক রবিউল ইসলাম বলেন,

“শিক্ষার্থীদের অধিকার আদায়, গণতান্ত্রিক পরিবেশ প্রতিষ্ঠা এবং বৈষম্যহীন ক্যাম্পাস গঠনের একমাত্র মাধ্যম হলো ছাত্র সংসদ। অন্য বিশ্ববিদ্যালয়গুলো সরব হলেও ববিতে কোনো অগ্রগতি না হওয়া হতাশার।”

অন্যদিকে ববি ছাত্রদলের নেতা মোশাররফ হোসেন বলেন,

“ছাত্র সংসদ শিক্ষার্থীদের প্রাণের দাবি। তবে এর আগে নিষিদ্ধ ছাত্রলীগের বিচারের ব্যবস্থা করতে হবে। ন্যায্য বিচার না হলে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হবে না। প্রশাসনের কাছে আমরা সুনির্দিষ্ট রোডম্যাপ চাই।”

সব মিলিয়ে, শিক্ষার্থীদের প্রাণের দাবি ছাত্র সংসদকে কেন্দ্র করে বরিশাল বিশ্ববিদ্যালয়ে হতাশা বাড়ছে দিন দিন।

-মোঃ আশিকুল ইসলাম, বরিশাল বিশ্ববিদ্যালয়

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...