Logo Logo

দাবি না মানায় ফের ২৪ ঘন্টার আল্টিমেটাম ববি শিক্ষার্থীদের


Splash Image

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীরা তিন দফা দাবি আদায়ে নতুন কর্মসূচির ঘোষণা দিয়েছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে দাবি পূরণ না হলে ঢাকা–কুয়াকাটা মহাসড়ক অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা।


বিজ্ঞাপন


রবিবার (৩১ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোরে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এসময় তারা অনশন কর্মসূচি শুরুর প্রস্তুতির কথাও জানান।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্র শিবিরের সভাপতি আমিনুল ইসলাম, ববি শাখা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের (বর্তমানে বিলুপ্ত) সাবেক আহ্বায়ক রাকিব আহমেদ এবং গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের শাখা সংগঠক সাক্ষর।

ইসলামী ছাত্র শিবিরের সভাপতি আমিনুল ইসলাম বলেন, “ইউজিসি ও মন্ত্রণালয় আমাদের ১১ হাজার শিক্ষার্থীর প্রাণের দাবিকে উপেক্ষা করছে। কোনো ধরনের আলোচনা বা যোগাযোগের চেষ্টা করা হয়নি। অবকাঠামো উন্নয়ন, জমি অধিগ্রহণ ও পরিবহন সংস্কারের তিন দফা দাবি নিয়ে আমরা দীর্ঘদিন আন্দোলন করছি। এখন দাবি না মানা হলে কঠোর কর্মসূচি ছাড়া আমাদের সামনে আর কোনো পথ খোলা নেই। আমরা রাজপথে বাস্তবায়ন করেই ঘরে ফিরবো।”

এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক রাকিব আহমেদ বলেন, “কর্তৃপক্ষ ভেবেছে আমরা হয়তো থেমে যাবো। কিন্তু এই তিন দফা শিক্ষার্থীদের প্রাণের দাবি। ২৪ ঘণ্টার মধ্যে সমাধান না হলে আমরা অনির্দিষ্টকালের জন্য ঢাকা–কুয়াকাটা মহাসড়ক বন্ধ করে দেবো।”

তিনি আরও বলেন, “তিন মাসের মধ্যে ফিজিবিলিটি স্টাডির কাজ শেষ করতে হবে। দ্রুত ১৫০ একর জমি অধিগ্রহণ করে বিশ্ববিদ্যালয়কে বুঝিয়ে দিতে হবে এবং পরিবহন সংস্কার নিয়ে আমাদের রোডম্যাপ দিতে হবে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।”

উল্লেখ্য, গত প্রায় এক মাস ধরে অবকাঠামো উন্নয়নসহ তিন দফা দাবিতে ধারাবাহিকভাবে আন্দোলন চালিয়ে আসছেন ববি শিক্ষার্থীরা।

প্রতিবেদক- মোঃ আশিকুল ইসলাম, ববি প্রতিনিধি।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...