বিজ্ঞাপন
নিহতরা হলেন—ঝামাটি গ্রামের মইজ উদ্দিনের ছেলে সাবেক ইউপি সদস্য ও স্থানীয় ওয়ার্ড বিএনপি নেতা দুজাহান মিয়া (৪৮) এবং একই গ্রামের আবদুল কাদেরের ছেলে নূর মোহাম্মদ (৩০)। আহত আশরাফ মিয়াকে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, প্রায় দুই বছর আগে জমি বিক্রির প্রলোভন দেখিয়ে একই গ্রামের আমজাদের থেকে দুজাহান মিয়া ৫ লাখ টাকা গ্রহণ করেন। এরপর থেকে দুজনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। শনিবার রাতে জেলা বিএনপির সম্মেলন শেষে বাড়ি ফেরার পথে দুজাহান মিয়ার ওপর দুর্বৃত্তরা হামলা চালায়। ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত দুজাহান মিয়াকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এরপর রাত ১০টার দিকে দুই পক্ষের মধ্যে পুনরায় সংঘর্ষ ঘটে। এক পর্যায়ে আমজাদের পক্ষের নূর মোহাম্মদ টেটাবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়।
নেত্রকোনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহ্ নেওয়াজ জানান, “জমি সংক্রান্ত বিরোধের জেরে পাল্টাপাল্টি হামলায় উভয় পক্ষের দুইজন নিহত হয়েছেন। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে এখনো কোনো পক্ষ থানায় অভিযোগ দায়ের করেনি।”
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...