Logo Logo

দেশে মোট ভোটারের সংখ্যা ১২ কোটি ৬৩ লাখ : ইসি সচিব


Splash Image

ছবি : সংগৃহীত।

দেশে এক বছরে দ্বিতীয়বারের মতো হালনাগাদ করা ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইসি সচিব আখতার আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।


বিজ্ঞাপন


সচিব জানান, সম্পূরক ভোটার তালিকায় মোট ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৬৩ লাখ ৭ হাজার ৫০৪ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪১ লাখ ৪৫৫ জন, নারী ভোটার ৬ কোটি ২২ লাখ ৫ হাজার ৮১৯ জন, এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ২৩০ জন।

আখতার আহমেদ বলেন, “নির্বাচন কমিশন প্রতিনিয়ত ভোটার তালিকা হালনাগাদ করে যাচ্ছে। নাগরিকদের ভোটাধিকার সুনিশ্চিত করতে আমরা সচেষ্ট। এই তালিকা দেশের প্রতিটি জেলা ও উপজেলায় নিরীক্ষণ এবং যাচাই-বাছাই শেষে প্রকাশ করা হয়েছে।”

তিনি আরও জানান, ভোটার তালিকা হালনাগাদ প্রক্রিয়ায় প্রতিটি অঞ্চলের ভোটারদের নাম, ঠিকানা এবং বয়স-লিঙ্গ যাচাই করা হয়েছে। এই তালিকা আগামী জাতীয় ও স্থানীয় নির্বাচনে ব্যবহারযোগ্য হবে।

নির্বাচন কমিশন আশা করছে, হালনাগাদ তালিকার মাধ্যমে ভোটারদের সঠিক তথ্য নিশ্চিত করা এবং নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা বৃদ্ধি সম্ভব হবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...