Logo Logo

ইসলাম ভারতের অংশ, ভবিষ্যতেও থাকবে: মোহন ভগবত

ইসলাম ভারতের অংশ, ভবিষ্যতেও থাকবে—আরএসএস প্রধানের বার্তা


Splash Image

ছবি- সংগৃহীত, মুসলমান ভারতের নাগরিক, স্বীকারোক্তি আরএসএস প্রধানের

ভারতের কট্টর হিন্দুত্ববাদী সংগঠন আরএসএস প্রধান মোহন ভগবত বলেছেন, ইসলাম ভারতের অংশ ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। দিল্লিতে এক অনুষ্ঠানে তিনি মুসলমান, অনুপ্রবেশ, ধর্মীয় সহনশীলতা ও জনসংখ্যা নিয়ন্ত্রণ প্রসঙ্গে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন।


বিজ্ঞাপন


ভারতের কট্টর হিন্দুত্ববাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস) প্রধান মোহন ভগবত বলেছেন, ইসলাম ভারতের অংশ ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। যারা বিষয়টি অস্বীকার করেন, তারা হিন্দু দর্শনের মূল শিক্ষা বোঝেন না।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) নয়াদিল্লিতে আরএসএসের শতবর্ষী অনুষ্ঠানে দেওয়া ভাষণে তিনি এ মন্তব্য করেন।

ভগবত বলেন, “যারা মনে করে ইসলাম থাকবে না, তারা হিন্দু চিন্তাধারায় পরিচালিত নয়। হিন্দু দর্শন এভাবে চিন্তা করে না। উভয় পক্ষের মধ্যে পারস্পরিক আস্থা গড়ে উঠলেই এই সংঘাতের অবসান হবে। প্রথমত আমাদের মেনে নিতে হবে যে আমরা সবাই এক।”

তিনি ভারতে অবৈধ অনুপ্রবেশের বিষয়েও মন্তব্য করেন। তার ভাষায়, “অনুপ্রবেশ বন্ধ করতে হবে। সরকার এ বিষয়ে উদ্যোগ নিয়েছে এবং ধীরে ধীরে এগোচ্ছে। আমাদের দেশে বসবাসকারী মুসলমানরাও এ দেশের নাগরিক। তাদের কর্মসংস্থানের প্রয়োজন আছে। তবে বাইরে থেকে আসা লোকদের জন্য আমাদের চাকরি দেওয়ার কোনো বাধ্যবাধকতা নেই। তাদের দেশকেই তাদের দায়িত্ব নিতে হবে।”

আরএসএস প্রধান উৎসবের সময় ধর্মীয় সহনশীলতার দিকেও গুরুত্ব দেন। তিনি বলেন, “উপবাসের সময় মানুষ নিরামিষ থাকতে পছন্দ করে। যদি ওই সময়ে এমন কিছু প্রদর্শন করা হয় যা ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়, তাহলে সমস্যা তৈরি হয়। এটা মাত্র দুই-তিন দিনের ব্যাপার। তাই এমন অভ্যাস এড়িয়ে চলাই ভালো। তাহলেই কোনো আইন প্রয়োজন হবে না।”

জনসংখ্যা নিয়ন্ত্রণ নিয়েও বক্তব্য দেন ভগবত। তার মতে, প্রতিটি ভারতীয় পরিবারের উচিত তিনটির বেশি সন্তান না রাখা। তিনি বলেন, “জনসংখ্যা নিয়ন্ত্রিত ও পর্যাপ্ত থাকা দরকার। তাই প্রতিটি পরিবারের তিনটির বেশি সন্তান থাকা উচিত নয়। এটি সবারই মানা উচিত।”

সূত্র: জিনিউজ

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...