বিজ্ঞাপন
রবিবার (৩১ আগস্ট) সকাল ১০টার দিকে তিনি মনোহরদী ডাকবাংলোতে পৌঁছান। সেখানে কিছুক্ষণ অবস্থান করার পর গোতাশিয়া ইউনিয়নে অবস্থিত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেন তিনি।
পরিদর্শনকালে তার সঙ্গে ছিলেন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক সালেহ আহমেদ মোজাফফর, মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা এম.এ মুহাইমিন আল জিহান এবং সহকারী কমিশনার (ভূমি) মো. সজিব মিয়া।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এ আকস্মিক সফরের মূল উদ্দেশ্য ছিল প্রশিক্ষণ কেন্দ্রটির কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ এবং প্রশিক্ষণ ও প্রশাসনিক কার্যক্রমের গুণগতমান মূল্যায়ন। তবে সাংবাদিকদের কোনো মন্তব্য দিতে রাজি হননি ড. আসিফ নজরুল এবং দ্রুত পরিদর্শন শেষ করেন।
প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মো. সোহরাব হোসেন মোল্লা বলেন, “হঠাৎ এই পরিদর্শনে আমরা কিছুটা অবাক হলেও এটি আমাদের কাজের গুণগতমান উন্নয়নে উৎসাহ জোগাবে।”
পরিদর্শনকে ঘিরে স্থানীয় মহলে নানা আলোচনা শুরু হয়েছে। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেওয়া হয়নি।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...