Logo Logo

আখাউড়ায় ব্যক্তি মালিকানাধীন জায়গা দখলের অভিযোগ শ্মশান কমিটির বিরুদ্ধে


Splash Image

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ব্যক্তি মালিকানাধীন জমি দখল নিয়ে স্থানীয় একটি পরিবার ও শ্মশান কর্তৃপক্ষের মধ্যে তীব্র বিরোধ দেখা দিয়েছে। এ ঘটনায় রোববার (৩১ আগস্ট) বেলা সাড়ে ১১টায় কলেজপাড়ার বাঁধন কমিউনিটি সেন্টারে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী আবু মোছা ভূঁইয়া।


বিজ্ঞাপন


লিখিত বক্তব্যে তিনি জানান, আখাউড়া উপজেলার রাধানগর মৌজায় ১৯৯৭ ও ২০০৩ সালে সাফ কবলা দলিলের মাধ্যমে তিনি ও তাঁর ভাইয়েরা মোট ৬৫ শতক জমি ক্রয় করেন। পরবর্তীতে বিএস জরিপে তাঁদের নামে ৬৯৯ নং বিএস খতিয়ান সৃজিত হয়। এর মধ্যে ১৬ শতক বিক্রি করলেও বাকি জমির মালিকানা তাঁদের পরিবার বহাল রেখেছে।

আবু মোছা অভিযোগ করেন, জীবিকার তাগিদে বিদেশে অবস্থানকালে স্থানীয় শান্তিবন মহাশ্মশান কর্তৃপক্ষ তাঁদের বিএস খতিয়ানের আওতাধীন মোট ১০.৫৬ শতক জমি দখল করে নেয়। দেশে ফিরে তাঁরা বিভিন্ন দপ্তরে প্রতিবাদ জানালেও একটি কুচক্রী মহলের প্রভাবে উল্টো তাঁদের পরিবারকে হয়রানি করা হচ্ছে। এ বিষয়ে ২০০৯ সালে ব্রাহ্মণবাড়িয়া সাব-জজ কোর্টে একটি দেওয়ানি মামলা দায়ের করা হয় (মামলা নং ২০/২০০৯), যা বর্তমানে আখাউড়া সহকারী জজ আদালতে (মামলা নং ৯৫/২০২১) চলমান।

তিনি দাবি করেন, আদালত একাধিকবার তাঁদের পক্ষে রায় দিয়েছেন। চলতি মাসের ২০ তারিখে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী কমিশনার (ভূমি) উপস্থিত থেকে সরকারি সার্ভেয়ার দিয়ে জায়গার মাপঝোঁক করলেও বিরোধপূর্ণ স্থান নিষ্পত্তি না করেই প্রশাসনের কর্মকর্তারা চলে যান। তাঁর দাবি, খাজনা, নামজারি ও জমাখারিজসহ সব নথিপত্রে জমিটির মালিকানা তাঁদের পরিবারের নামে বহাল রয়েছে। জমির বাকি অংশে ইতিমধ্যেই বসতবাড়ি, বহুতল ভবন ও শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছে এবং নিয়মিত হোল্ডিং ট্যাক্সও পরিশোধ করা হচ্ছে।

অন্যদিকে শান্তিবন মহাশ্মশানের প্রধান পূজারী আশীষ ভ্রম্যচারী সাংবাদিকদের বলেন, “শ্মশান কারো ব্যক্তি মালিকানাধীন জায়গা দখল করেনি, বরং তারা আমাদের জায়গা দখল করছে।”

এ বিষয়ে জানতে চাইলে আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অতশী দর্শী চাকমা জানান, “আমরা সরকারি জায়গার মাপঝোঁক করে লাল নিশান দিয়েছি। এটি জেলা প্রশাসকের ১নং খাস খতিয়ানভুক্ত জমি।”

এ নিয়ে এলাকায় ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। ভুক্তভোগী পরিবার দ্রুত সমস্যার ন্যায্য সমাধানে প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...