বিজ্ঞাপন
সোমবার (১ সেপ্টেম্বর ২০২৫) সকাল ১১টায় জেলা পরিষদ চত্বরে সমবেত হয়ে কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এর পর আনন্দ র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালিটি লোকনাথ দিঘী ময়দানে গিয়ে এক আলোচনা সভার মাধ্যমে সমাপ্ত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল। উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ, সিনিয়র সহ-সভাপতি জহিরুল হক খোকন, সিনিয়র সদস্য হাফিজুর রহমান মোল্লা কচি, এবিএম মুমিনুল হক, সিনিয়র যুগ্ম সম্পাদক আলী আজমসহ জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, বিএনপি দীর্ঘ ৪৭ বছরের ইতিহাসে জনগণের অধিকার আদায়ের জন্য অবিচল সংগ্রাম ও ত্যাগের পথ অনুসরণ করেছে। তারা মনে করিয়ে দেন, আগামী দিনগুলোতে ঐক্যবদ্ধ থেকে গনতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে জনগণের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা করা অপরিহার্য।
কেক কাটা, র্যালি ও আলোচনা সভার মাধ্যমে প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশে ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...