Logo Logo

গোপালগঞ্জে বর্নাঢ্য আয়োজনে বিএনপি'র ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত


Splash Image

গোপালগঞ্জে জেলা বিএনপির উদ্যোগে দলটির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। সোমবার সকাল ১১টায় জেলা বিএনপির কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করা হয়।


বিজ্ঞাপন


সভা শুরুতে জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পরে জেলা বিএনপির আহবায়ক শরীফ রফিকুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভায় অংশগ্রহণকারীরা দলের ইতিহাস, উদ্দেশ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মতবিনিময় করেন।

আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট কাজী আবুল খায়ের, জেলা বিএনপির সদস্য ডাঃ কে এম বাবর, অ্যাডভোকেট তৌফিকুল ইসলাম তৌফিক, আজিজুর রহমান বেনা, জিয়াউল কবির বিপ্লব। এছাড়াও উপস্থিত ছিলেন গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপির সভাপতি সিকদার শহিদুল ইসলাম লেলিন, সাধারণ সম্পাদক ফজলুল কবির দারা।

উল্লেখযোগ্যভাবে কোটালিপাড়া উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার, টুংগীপাড়া উপজেলা বিএনপি'র সভাপতি এস এম সালাউদ্দিন, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান বাবলু, জেলা যুবদলের সভাপতি রিয়াজউদ্দিন লিপ্টন, সাধারণ সম্পাদক সাজেদুর রহমান পলাশ, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাজ্জাদুর রহমান হীরা, জেলা ছাত্রদলের সভাপতি মিকাইল হোসেন, সাধারণ সম্পাদক সাইফুল ইসলামও উপস্থিত ছিলেন। পাশাপাশি বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

আলোচনা সভার পর একটি বর্ণাঢ্য আনন্দ র‍্যালি গোপালগঞ্জ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে পৌঁছায় এবং অনুষ্ঠানটি সমাপ্ত হয়।

প্রতিবেদক- মোঃ সাইফুর রশিদ চৌধুরী, গোপালগঞ্জ।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...