বিজ্ঞাপন
সকালে শিবচর পৌর বিএনপি কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচির সূচনা করেন বিএনপি নেতা ও বিশিষ্ট সমাজসেবক জনাব কালাম মল্লিক। এ সময় উপস্থিত ছিলেন হাজী আব্দুল মান্নান খাঁন (সাবেক সিনিয়র সহ-সভাপতি, শিবচর পৌর বিএনপি), ইমতিয়ার চৌধুরী (সাবেক সাধারণ সম্পাদক, শিবচর পৌর বিএনপি), রফিকুল ইসলাম টিপু শেখ (আহবায়ক, শিবচর উপজেলা কৃষক দল), মো. শহীদ হোসেন খাঁন (সাবেক সভাপতি, শিবচর উপজেলা ছাত্রদল)।
এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হাসান আব্দুল্লাহ, জসিম মল্লিক, মো. শাহালম মাতুব্বরসহ বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কালাম মল্লিক বলেন, “দেশের এই ক্রান্তিকালে বিএনপির কোনো বিকল্প নেই। একমাত্র খালেদা জিয়া এবং তারেক জিয়ার হাতেই নিরাপদ থাকবে দেশ। ফ্যাসিস্টদের ঠেকাতে বিএনপি ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন করতে শিবচর উপজেলা বিএনপি সর্বদা প্রস্তুত।”
তিনি আরও আশা প্রকাশ করেন, আগামী নির্বাচনে জনগণ বিএনপিকে ভোট দিয়ে নির্বাচিত করবে এবং রায়ের মাধ্যমে তা প্রমাণ করবে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...