Logo Logo

ট্রাফিক আইন ভাঙলে কঠোর ব্যবস্থা: গোপালগঞ্জে পুলিশের বিশেষ অভিযান


Splash Image

গোপালগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ট্রাফিক আইনে ২১ মামলা

গোপালগঞ্জ জেলা পুলিশের বিশেষ অভিযানে ট্রাফিক আইনে ২১টি মামলা দায়ের করা হয়


বিজ্ঞাপন


রোববার (৩১ আগস্ট) বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত শহরের লঞ্চঘাট এলাকায় ট্রাফিক চেকপোস্টে এ অভিযান পরিচালিত হয়। এ সময় গোপালগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমানের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মুহাম্মদ সরোয়ার হোসেন ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাখাওয়াত হোসেন সেন্টু নেতৃত্ব দেন।

অভিযানে আরও অংশগ্রহণ করেন গোপালগঞ্জ সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) আহম্মেদসহ অন্যান্য কর্মকর্তাগণ ও পুলিশ সদস্যবৃন্দ।

পুলিশ জানিয়েছে, সড়ক আইন বাস্তবায়ন ও নিরাপদ সড়ক নিশ্চিতকরণের লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

-গোপালগঞ্জ প্রতিনিধি

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...