Logo Logo

নিরাপত্তায় কঠোর অবস্থানে সরকার

ভোটের মাঠে তিন বাহিনী: নির্বাচনে কঠোর নিরাপত্তার ঘোষণা


Splash Image

ছবি- সংগৃহীত, জাতীয় নির্বাচনে সর্বোচ্চ নিরাপত্তা :স্বরাষ্ট্র উপদেষ্টা

জাতীয় নির্বাচনে সেনাবাহিনীর পাশাপাশি নৌবাহিনী ও বিমানবাহিনীর সদস্যরাও দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী


বিজ্ঞাপন


স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, আসন্ন জাতীয় নির্বাচনে সেনাবাহিনীর পাশাপাশি নৌবাহিনী ও বিমানবাহিনীর সদস্যরাও দায়িত্ব পালন করবেন। এতে করে নির্বাচনকালীন নিরাপত্তা আরও সুদৃঢ় হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

সোমবার (১ সেপ্টেম্বর) দুপুর ২টায় সিলেট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

এ সময় সাদাপাথর লুট সংক্রান্ত দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রতিবেদনের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “দুদক একটি সরকারি প্রতিষ্ঠান। তাদের দেওয়া প্রতিবেদন খতিয়ে দেখা হচ্ছে। যদি এ প্রতিবেদন সত্য প্রমাণিত হয়, তাহলে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আর যদি অসত্য প্রমাণিত হয়, তবে দুদকের সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধেও আইনগত পদক্ষেপ নেওয়া হবে।”

এর আগে সকালে তিনি সিলেটে বিজিবি সেক্টর সদরদপ্তর ও জেলা পুলিশ লাইন পরিদর্শন করেন। পরে বিকেলে সিলেট ক্যান্টনমেন্টে বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণ শেষে সন্ধ্যায় ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে।

-এমকে

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...