Logo Logo

প্যালেস্টাইনকে সমর্থন, ইসরায়েলের বিরুদ্ধে কঠোর অবস্থান নিল বেলজিয়াম

ইসরায়েলকে শাস্তি, প্যালেস্টাইনকে স্বীকৃতি—বেলজিয়ামের যুগান্তকারী ঘোষণা


Splash Image

বেলজিয়ামের সিদ্ধান্ত প্যালেস্টাইনের পাশে দাঁড়ানো( ছবি: সংগৃহীত-ম্যাক্সিম প্রেভো)

বেলজিয়াম ঘোষণা দিয়েছে, এ মাসেই জাতিসংঘ সাধারণ পরিষদে প্যালেস্টাইনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে তারা। একইসঙ্গে ইসরায়েলের বিরুদ্ধে ১২টি কঠোর নিষেধাজ্ঞা কার্যকর করা হবে।


বিজ্ঞাপন


প্যালেস্টাইনের পক্ষে এক বড় পদক্ষেপ নিয়েছে বেলজিয়াম। দেশটি ঘোষণা দিয়েছে, আসন্ন সেপ্টেম্বরের জাতিসংঘ সাধারণ পরিষদে প্যালেস্টাইনকে রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দেবে তারা। পাশাপাশি ইসরায়েলের বিরুদ্ধে আরোপ করা হবে ১২টি কঠোর নিষেধাজ্ঞা।

মঙ্গলবার ভোরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া বার্তায় বেলজিয়ামের পররাষ্ট্রমন্ত্রী ও উপ-প্রধানমন্ত্রী ম্যাক্সিম প্রেভো লিখেছেন— “প্যালেস্টাইনকে জাতিসংঘে স্বীকৃতি দেবে বেলজিয়াম। আর ইসরায়েলি সরকারের বিরুদ্ধে নেওয়া হবে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা।”

তিনি জানান, নিষেধাজ্ঞার মধ্যে থাকবে অবৈধ দখলদারিত্বে উৎপাদিত ইসরায়েলি পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা এবং ইসরায়েলি কোম্পানিগুলোর সঙ্গে সরকারি ক্রয়-বিক্রয় নীতির পুনর্মূল্যায়ন। প্রেভো বলেন, প্যালেস্টাইনে বিশেষত গাজায় চলমান মানবিক বিপর্যয় বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে গত জুলাইয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ঘোষণা দেন, তার দেশও জাতিসংঘ সাধারণ পরিষদে প্যালেস্টাইনকে স্বীকৃতি দেবে। এর পর আরও কয়েকটি দেশ একই পদক্ষেপের ঘোষণা দিয়েছে, যদিও কিছু দেশ শর্ত সাপেক্ষে স্বীকৃতির কথা জানিয়েছে।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, এ বছরের এপ্রিল পর্যন্ত অন্তত ১৪৭টি দেশ—যা জাতিসংঘ সদস্য রাষ্ট্রের প্রায় ৭৫ শতাংশ—প্যালেস্টাইনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে।

বেলজিয়ামের এই সিদ্ধান্ত এসেছে এমন এক সময়ে, যখন গাজায় ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত অন্তত ৬৩ হাজার ৪৫৯ জন নিহত এবং আরও ১ লাখ ৬০ হাজার ২৫৬ জন আহত হয়েছেন।

শুধু তাই নয়, গত জুলাইয়ে বেলজিয়ামের প্রসিকিউটর অফিস ইসরায়েলের দুই সেনার বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ আন্তর্জাতিক অপরাধ আদালতে (ICC) পাঠিয়েছে। অভিযোগে বলা হয়েছে, তারা গাজায় ভয়াবহ নৃশংসতায় জড়িত ছিলেন।

সুত্র- আল জাজিরা

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...