বিজ্ঞাপন
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে নড়াইলের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এলিনা আক্তার এ রায় ঘোষণা করেন।
মামলার তথ্য জানিয়ে জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট আজিজুল ইসলাম বলেন, দীর্ঘ শুনানি ও প্রমাণ উপস্থাপনের পর আদালত এ রায় দিয়েছেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন— নড়াইল সদর উপজেলার ধুড়িয়া গ্রামের আব্দুর রশিদ মুন্সির ছেলে শাহিন মুন্সি, ভওয়াখালী গ্রামের মৃত লালমিয়ার ছেলে আক্তারুজ্জামান বাবুল, সলেমানের ছেলে সেলিম, ফেদী গ্রামের আবুল হোসেনের ছেলে নজরুল ইসলাম মৃধা ও মাগুরা জেলার খানপুর গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে তেজারত মোল্যা।
রায়ের সময় সাজাপ্রাপ্ত তেজারত মোল্যা আদালতে উপস্থিত ছিলেন। তবে বাকি চারজন এখনও পলাতক রয়েছেন।
প্রতিবেদক- মো. নূরুন্নবী সামদানী, নড়াইল।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...