বিজ্ঞাপন
নিহতের ছেলে কামাল জানান, তার ভাই রফিক ডুবাইয়ের সঙ্গে বাবা-মা থাকতেন। সকালে ঘরের সামনের দরজা বন্ধ থাকায় ডাকাডাকি করলেও কোনো সাড়া না মেলায় পিছনের দরজা খোলা দেখতে পান। ভেতরে প্রবেশ করে সামনের বারান্দায় মায়ের রক্তাক্ত লাশ দেখতে পান। এ সময় অচেতন অবস্থায় পড়ে ছিলেন বাবা তোফাজ্জল হোসেন ও ভাই রফিকের স্ত্রী তানিয়া বেগম।
তিনি আরও জানান, এর আগেও তাদের বাড়িতে কয়েক দফা চুরি হয়েছে। এবার ডাকাতরা ঘরের স্বর্ণালংকারসহ প্রায় ২০ লাখ টাকার মালামাল নিয়ে গেছে।
স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। আহতদের লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সিরাজুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে—ডাকাত চক্রের সদস্যদের চিনে ফেলায় ধারালো দেশীয় অস্ত্র দিয়ে ওই বৃদ্ধাকে হত্যা করা হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।
প্রতিবেদক- রিয়াজ উদ্দিন, ভোলা।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...