বিজ্ঞাপন
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে উপজেলার চরবাটা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে কুমোদ মজুমদারের বাড়ির পুকুরপাড়ে এ ঘটনা ঘটে। বুধবার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।
নিহত তপন চন্দ্র মজুমদার ওই ইউনিয়নের চরবাটা গ্রামের মৃত ননী গোপাল মজুমদারের ছেলে। অপরদিকে আটক ডালিম একই গ্রামের ভবতোষ চন্দ্র মজুমদারের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, তপন ও ডালিম দীর্ঘদিন ধরে একসঙ্গে গাঁজা সেবন করত। ঘটনার রাতে তারা গাঁজা সেবনের পর ঝগড়ায় জড়িয়ে পড়ে। এক পর্যায়ে ডালিম তপনকে পুকুরে ফেলে দিলে দু’জনই পানিতে পড়ে যায়। স্থানীয় ডেকোরেশন মিস্ত্রি মনসুর (৪৫) ও অটোরিকশা চালক নারায়ণ মজুমদার (৪৭) ঘটনাস্থলে পৌঁছে ডালিমকে উদ্ধার করলেও তপনকে পাওয়া যায়নি। পরে রাত সোয়া ২টার দিকে তার লাশ পানিতে ভেসে ওঠে।
খবর পেয়ে পুলিশ স্থানীয়দের সহায়তায় মরদেহ উদ্ধার করে। এসময় ডালিমের হাতে আঘাতের চিহ্ন পাওয়া গেলেও নিহত তপনের শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না।
চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া বলেন, “পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। আটক ব্যক্তিকে অসুস্থ থাকায় এখনও জিজ্ঞাসাবাদ করা যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।”
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...