বিজ্ঞাপন
বৃষ্টি উপেক্ষা করে সদর উপজেলার কয়েক হাজার নেতাকর্মী টাউনহল থেকে র্যালি শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। পরে বরগুনা প্রেসক্লাব চত্বরে আলোচনা সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতির বক্তব্যে বরগুনা জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও সদর উপজেলা বিএনপির আহবায়ক তালিমুল ইসলাম পলাশ বলেন, “এখন থেকেই সবাই নির্বাচনের প্রচার-প্রচারণা শুরু করুন। ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে মানুষের কাছে গিয়ে বিএনপির পক্ষে কাজ করুন। দেশনায়ক তারেক রহমান যাকে মনোনয়ন দেবেন, আমরা তার পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করব এবং বিএনপিকে বিজয়ী করব ইনশাআল্লাহ।”
সভায় প্রধান বক্তার বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-শ্রম বিষয়ক সম্পাদক ফিরোজ উজ জামান মামুন মোল্লা বলেন, “দীর্ঘ ১৭ বছর দেশের মানুষ স্বৈরাচার হাসিনার অত্যাচারে অতিষ্ঠ ছিলো। এখন জনগণ সচেতন হয়েছে, তারা বিএনপিকে ভোট দিয়ে নির্বাচিত করে ক্ষমতায় বসাতে চায়।”
অনুষ্ঠানে সদর উপজেলা বিএনপির নেতৃবৃন্দ ছাড়াও অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মীর উপস্থিতি ছিলো।
জনপ্রিয়
বিজ্ঞাপন
সর্বশেষ
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...