ছবি : সংগৃহীত।
বিজ্ঞাপন
সকাল ৭টা ৪৫ মিনিটে ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি ঢাকা থেকে কক্সবাজারে আসেন। তার সঙ্গে ছিলেন আরও দুইজন—কে এম আতিকুল ইসলাম ও মোহাম্মদ হাবিবুর রহমান ভূঁইয়া। তবে তাদের প্রাতিষ্ঠানিক পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বিমানবন্দর থেকে তারা সরাসরি কক্সবাজার শহরের নুনিয়ারছড়াস্থ বিআইডব্লিউটিএর ঘাটে যান এবং সেখান থেকে স্পিডবোটে মহেশখালীতে পৌঁছান।
মহেশখালীতে তারা কুতুবজোম ইউনিয়নে হোপ ফাউন্ডেশন ও যুক্তরাষ্ট্রভিত্তিক তরল প্রাকৃতিক গ্যাস কোম্পানি এক্সিলারেট এনার্জির যৌথ উদ্যোগে নির্মিত এক্সিলারেট হোপ হাসপাতাল পরিদর্শন করেন। মহেশখালী থানার ওসি মো. মঞ্জুরুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
বেলা ১১টার দিকে প্রতিনিধি দলটি হাসপাতালে পৌঁছালে হোপ ফাউন্ডেশনের বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর পিটার হাসকে অভ্যর্থনা জানান। পরে তিনি হাসপাতালের সার্বিক কার্যক্রম ঘুরে দেখেন এবং বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন।
এ ছাড়া তিনি এক্সিলারেট এলএনজি টার্মিনাল ও হোপ ফাউন্ডেশনের অন্যান্য উদ্যোগ সম্পর্কেও খোঁজখবর নেন। পরবর্তীতে প্রতিনিধি দলটি বড় মহেশখালীতে আরও কিছু কর্মসূচিতে অংশ নেন বলে জানা গেছে, যদিও সেসব বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
জানা যায়, সাবেক মার্কিন রাষ্ট্রদূত বর্তমানে এক্সিলারেট এনার্জির স্ট্র্যাটেজিক অ্যাডভাইজর হিসেবে দায়িত্ব পালন করছেন। বুধবার সন্ধ্যা ৬টা ১০ মিনিটে ইউএস বাংলা এয়ারলাইন্সের BS-158 ফ্লাইটে তিনি ঢাকায় ফেরার কথা রয়েছে।
উল্লেখ্য, গত বছরের আগস্টে গণবিক্ষোভ ও অন্তর্বর্তী সরকারের গঠনের পর ছাত্রনেতাদের নিয়ে নতুন রাজনৈতিক দল এনসিপি আত্মপ্রকাশ করে। গত ৫ আগস্ট দলের শীর্ষ পাঁচ নেতা কক্সবাজারে গোপন বৈঠকে অংশ নিয়েছেন বলে গুঞ্জন ওঠে। দাবি করা হয়, তারা হোটেল সি পার্লে পিটার হাসের সঙ্গে বৈঠক করেছেন। তবে সে সময় ওয়াশিংটন থেকে নিশ্চিত করা হয়েছিল, পিটার হাস তখন বাংলাদেশে ছিলেন না।
তবে এবার সব জল্পনার অবসান ঘটিয়ে সত্যিই কক্সবাজার সফরে এলেন সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস।
জনপ্রিয়
বিজ্ঞাপন
সর্বশেষ
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...