Logo Logo

ধুনটে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত


Splash Image

বগুড়ার ধুনটে বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুরে ধুনট উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে এক র‌্যালী অনুষ্ঠিত হয়, যা বাসষ্ট্যান্ড এলাকায় দলীয় কার্যালয়ের সামনে সমাবেশে পরিণত হয়।


বিজ্ঞাপন


ধুনট উপজেলা বিএনপির সভাপতি ও বগুড়া জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক, সাবেক উপজেলা চেয়ারম্যান একেএম তৌহিদুল আলম মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির সাবেক সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ভিপি সাইফুল ইসলাম।

সমাবেশে ধুনট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল মনছুর পাশা ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব হোসেন চঞ্চল সঞ্চালনা করেন। এ সময় বক্তব্য রাখেন বগুড়া জেলা কৃষকদলের সভাপতি সাইফুল ইসলাম রনি, উপজেলা বিএনপির যুগ্ন সম্পাদক সাইফুল ইসলাম ভেটু, সাংগঠনিক সম্পাদক মুঞ্জিল হক, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক আব্দুল হালিম, উপজেলা কৃষকদলের সাবেক সভাপতি আরিফুর রহমান টগর, উপজেলা শ্রমিকদলের সভাপতি বনি আমিন, পৌর শ্রমিকদলের সভাপতি দুলাল শেখ, উপজেলা যুবদল নেতা মোহাম্মদ আলী জন, সাইদুজ্জামান নোমান, বিপুল হাসান, রফিকুল ইসলাম, ফিরোজ মাহমুদ, উপজেলা ছাত্রদল নেতা জিন্নাহুর রহমান রাকিব, স্মরণ তালুকদার, রকিবুল হাসান রকি, আল আমিন, বিল্পব হোসেন ও জিয়াউর রহমান।

উল্লেখ্য, সমাবেশে ধুনট উপজেলার ১০টি ইউনিয়ন বিএনপি এবং সকল সহযোগি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর এই আয়োজন বগুড়ার রাজনৈতিক অঙ্গনে দলীয় ঐক্য ও সক্রিয়তার পরিচায়ক হিসেবে ধরা হচ্ছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...