বিজ্ঞাপন
বুধবার (৩ সেপ্টেম্বর) বাদ আছর জেলা শহরের পৌরমুক্ত মঞ্চ মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাবের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এসময় স্বরাষ্ট্র উপদেষ্টা ও ব্রিগেডিয়ার শামসের ছবি প্রতীকীভাবে পোড়ানো হয়।
সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, আওয়ামী লীগ দেশের গণতান্ত্রিক সংস্কৃতিকে ধ্বংস করেছে। তাদের দোসর জাতীয় পার্টিসহ ১৪ দল গণবিরোধী ও স্বৈরাচারী রাজনীতির অংশীদার। জনগণের স্বার্থে এসব দলকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। নুরুল হক নুরের ওপর হামলার দায় অন্তর্বর্তীকালীন সরকারকে নিতে হবে বলেও তারা মন্তব্য করেন।
সমাবেশে উপস্থিত ছিলেন—ব্রাহ্মণবাড়িয়া জেলা গণঅধিকার পরিষদের সভাপতি আশরাফুল হাসান তপু, সিনিয়র সহ-সভাপতি ওবায়দুল্লাহ হাসান, সাধারণ সম্পাদক কাজী রাজিউর রহমান তানভীর, যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ফখরুদ্দিন, সাংগঠনিক সম্পাদক মোঃ মাসুম আহমেদ, জেলা শ্রমিক পরিষদের সভাপতি শিব্বির আহমেদ ভূঁইয়া, জেলা যুব অধিকার পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোঃ জসিম উদ্দিন, হেদায়েদ নুর, মোঃ মাসুদুর রহমানসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...