Logo Logo

নেত্রকোণায় অটোরিকশার গোপন চেম্বারে মিলল ৩৭ বোতল ভারতীয় মদ


Splash Image

নেত্রকোণা জেলার পূর্বধলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ভারতীয় ভদকা মদসহ এক যুবককে আটক করা হয়েছে।


বিজ্ঞাপন


বুধবার (৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার খলিশাউড় ইউনিয়নের পাবই এলাকায় দুর্গাপুর-ময়মনসিংহ সড়কে এ অভিযান পরিচালনা করে অধিদপ্তর।

অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নেত্রকোণা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হকের তত্ত্বাবধানে একটি রেইডিং টিম সন্দেহভাজন একটি অটোরিকশায় তল্লাশি চালায়। এসময় অটোরিকশার গোপন চেম্বার থেকে ৩৭ বোতল (মোট ১৩ লিটার ৮৭৫ মি.লি.) অবৈধ ভারতীয় ‘আইস ভদকা’ মদ উদ্ধার করা হয়। একই সঙ্গে অটোরিকশাটিও জব্দ করা হয়।

আটক হওয়া যুবকের নাম মো. মাসুম মিয়া (২২)। তিনি নেত্রকোণা জেলার কলমাকান্দা থানার রংছাতি ইউনিয়নের পুলিয়া রাজনগর গ্রামের শবদুল মিয়ার ছেলে।

ঘটনার বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী উপ-পরিদর্শক মো. আনিছুল ইসলাম চৌধুরী বাদী হয়ে পূর্বধলা থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...