Logo Logo

নতুন পে-স্কেল চালুর আগ পর্যন্ত সরকারি চাকরিজীবীরা মহার্ঘভাতা পাবেন


Splash Image

সরকারি কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো প্রণয়নের লক্ষ্যে সরকার একটি বিশেষ পে-কমিশন গঠন করেছে। রাজনৈতিক, আর্থিক ও সামাজিক সংকট বিবেচনায় নিয়ে কমিশন নতুন একটি বেতন কাঠামো প্রস্তাব করবে সরকারের কাছে।


বিজ্ঞাপন


জুলাই মাসে গঠিত এই পে-কমিশনকে ছয় মাসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছিল। তবে নির্বাচিত সরকার ক্ষমতায় আসার পরই নতুন বেতন কাঠামো বাস্তবায়ন করবে বলে জানা গেছে।

অর্থ বিভাগের পক্ষ থেকে বলা হয়েছে, নতুন কাঠামো ঘোষণার আগে সরকারি চাকরিজীবীরা নিয়ম অনুযায়ী মহার্ঘভাতা প্রাপ্য থাকবেন।

অন্তর্বর্তী সরকার আগামী বছরের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজনের জন্য জোর প্রস্তুতি চালাচ্ছে। এজন্য আর্থিক সংকটকে বিবেচনায় নিয়ে নির্বাচনের আগে নতুন বেতন কাঠামো ঘোষণা হওয়ার সম্ভাবনা নেই। তবে পে-কমিশন প্রতিবেদন জমা দিলে সেই অনুযায়ী বেতন কাঠামোর সুপারিশমালা চূড়ান্ত করবে সরকার। ভোটের পর নতুন সরকার ক্ষমতায় এসে তা বাস্তবায়ন করবে।

পে-কমিশন গঠনের পর ১৪ আগস্ট প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। কমিশন তার কর্মপরিধি অনুযায়ী আগামী ছয় মাসের মধ্যে সরকারের কাছে প্রতিবেদন দাখিল করবে। সেই প্রতিবেদনের ভিত্তিতে নতুন বেতন কাঠামো ঘোষণা করা হবে।

কমিশনের প্রথম সভায় দেশের বর্তমান রাজনৈতিক, অর্থনৈতিক ও আর্থ-সামাজিক অবস্থাকে গুরুত্বপূর্ণ ইস্যু হিসেবে বিবেচনা করা হয়েছে। সভায় আলোচনা হয়েছে, বর্তমান পরিস্থিতিতে সরকারি চাকরিদের জন্য নতুন বেতন কাঠামো ঘোষণার উপযোগিতা কতটা।

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, “নির্দিষ্ট সময়ের মধ্যে কমিশনকে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। প্রতিবেদনে দেশের আর্থ-সামাজিক অবস্থা ও মূল্যস্ফীতি বিবেচনায় রাখা হবে। আমাদের পরিকল্পনা হলো সময়োপযোগী একটি বেতন কাঠামো ঘোষণা করা। তবে ফেব্রুয়ারিতে নির্বাচনও সামনে রয়েছে। আমরা সময় পেলে ঘোষণা করব, যা নতুন সরকার এসে বাস্তবায়ন করবে।”

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...