Logo Logo

স্মার্ট সেন্সর সিস্টেমের উদ্ভাবক নাবিলকে সম্মান জানালেন তারেক রহমান

আন্তর্জাতিক অঙ্গনে আলোচনায় মেধাবী নাবিল, পাশে দাঁড়ালেন তারেক রহমান


Splash Image

ব্রাহ্মণবাড়িয়ার মেধাবী শিক্ষার্থী নাবিলের পাশে দেশের শীর্ষ নেতারা

ব্রাহ্মণবাড়িয়ার তরুণ উদ্ভাবক নাবিলের পাশে দাঁড়ালেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মেধা ও উদ্ভাবনশীলতায় অনুপ্রাণিত হয়ে তিনি উপহার সামগ্রী প্রেরণ করেন।


বিজ্ঞাপন


ব্রাহ্মণবাড়িয়ার নিয়াজ মুহম্মদ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী, মেধাবী তরুণ উদ্ভাবক ও সামাজিক উদ্যোক্তা আহনাফ বিন আশরাফ নাবিল আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের গৌরব বয়ে আনছেন। তিনি উদ্ভাবন করেছেন জল–বাতাস–মাটির দূষণ নির্ণায়ক স্মার্ট সেন্সর সিস্টেম এবং তরুণদের সুরক্ষায় Guardian Angel নামের একটি অ্যাপ।

তার নেতৃত্বে BBX Rover Team আন্তর্জাতিক প্রতিযোগিতায় স্বীকৃতি পেয়েছে। এছাড়া তিনি যুক্তরাষ্ট্রের Neotric Youth Summit 2025 এবং তুরস্কের IIMUN-এ বাংলাদেশের প্রতিনিধি হয়ে আলোচনায় আসেন। নাবিল Young Sparks of Bangladesh-এর প্রতিষ্ঠাতা ও সিইও এবং RASA ও SACR-এর সহ-প্রতিষ্ঠাতা।

আজ বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নাবিলের মেধা ও উদ্ভাবনী শক্তিকে অভিনন্দন জানিয়ে উপহার সামগ্রী পাঠান। ব্রাহ্মণবাড়িয়ার কলেজপাড়ায় নাবিলের বাসায় গিয়ে সেই উপহার তুলে দেন বিএনপির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

এসময় রুহুল কবির রিজভী বলেন—

“শেখ হাসিনার দীর্ঘ শাসনামলে দেশের নদী–নালা ও খাল–বিল প্রতিবেশী দেশের কাছে লিজ দিয়ে দেওয়া হয়েছে। জাতীয় স্বার্থ বিসর্জন দিয়ে দেশকে উজাড় করে দেওয়া হয়েছে। আমরা সেই অবস্থা থেকে অনেকটা ফিরে এসেছি, তবে আরও এগোতে হবে। অবাধ ও সুষ্ঠু নির্বাচন দিতে হবে। আগামী ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করার আহ্বান জানাই।”

তিনি আরও বলেন—

“সংবিধান এবং নির্বাচিত সংসদ ছাড়া অন্য কোনো কিছুকে আইন হিসেবে গণ্য করার সুযোগ নেই।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল, সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম সিরাজ, সিনিয়র সহ-সভাপতি জহিরুল হক খোকন, জেলা বিএনপির সাবেক সভাপতি ও সিনিয়র সদস্য হাফিজুর রহমান মোল্লা কচিসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...