Logo Logo

গাজা যুদ্ধের প্রতিবাদে লাশ কসমেটিকসের অনন্য উদ্যোগ

মানবতার পক্ষে লাশ: যুক্তরাজ্যে সব দোকান একদিন বন্ধ!


Splash Image

ইসরায়েলবিরোধী অবস্থানে লাশের প্রতীকী প্রতিবাদ। ছবি- সংগৃহীত(আল জাজিরা)

গাজায় ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানাতে ব্রিটিশ কসমেটিকস চেইন লাশ একদিনের জন্য যুক্তরাজ্যের সব দোকান, কারখানা ও অনলাইন বিক্রি বন্ধ রেখেছে। প্রতিষ্ঠানটি বলছে, এ পদক্ষেপের মাধ্যমে তারা যুক্তরাজ্য সরকারকে ইসরায়েলে অস্ত্র বিক্রি বন্ধে চাপ দিতে চায়।


বিজ্ঞাপন


ফিলিস্তিনিদের ওপর গাজায় চলমান হামলার প্রতিবাদে এক অভিনব উদ্যোগ নিয়েছে ব্রিটিশ কসমেটিকস ব্র্যান্ড লাশ (Lush)। সোমবার একদিনের জন্য যুক্তরাজ্যের সব দোকান, কারখানা এবং অনলাইন বিক্রি বন্ধ রাখে প্রতিষ্ঠানটি।

লাশের পক্ষ থেকে জানানো হয়, এই পদক্ষেপ তাদের প্রতীকী প্রতিবাদ। মূল উদ্দেশ্য হলো যুক্তরাজ্য সরকারকে চাপ দেওয়া, যাতে তারা ইসরায়েলে অস্ত্র রপ্তানি বন্ধ করে। লাশের বক্তব্য অনুযায়ী, ‘‘কোনো ব্যবসা কেবল মুনাফার জন্য নয়, মানবতার পক্ষে দাঁড়িয়েও দৃষ্টান্ত স্থাপন করতে পারে।’’

প্রতিষ্ঠানটির ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগমাধ্যমে আরও বলা হয়েছে, ‘‘আমরা চাই যুক্তরাজ্য সরকার অবিলম্বে অস্ত্র বিক্রি বন্ধ করুক এবং গাজায় মানবিক সংকট নিরসনে কার্যকর পদক্ষেপ নিক।’’

উল্লেখ্য, লাশ এর আগে বহুবার সামাজিক ও মানবিক ইস্যুতে সরব অবস্থান নিয়েছে। এবার ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে সব কার্যক্রম একদিন বন্ধ রাখা তাদের সাহসী পদক্ষেপ হিসেবে আন্তর্জাতিক মহলে আলোচনার জন্ম দিয়েছে।

-আল জাজিরা

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...