Logo Logo

কোম্পানীগঞ্জে চেক ডিজ-অনার মামলায় সাবেক ছাত্রদল নেতা গ্রেপ্তার


Splash Image

নোয়াখালীর কোম্পানীগঞ্জে চেক ডিজঅনার মামলায় ছাত্রদলের সাবেক নেতা আব্দুল আজিজ নভেলকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) আদালতে সোপর্দের পর বিচারক তাকে জামিন মঞ্জুর করেন।


বিজ্ঞাপন


পুলিশ জানায়, বুধবার দিবাগত রাতে উপজেলার চরফকিরা ইউনিয়নের চরকালী গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। নভেল ওই ইউনিয়ন ছাত্রদলের সাবেক আহ্বায়ক এবং একই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের হাজী মোখলেছুর রহমান ভূঁইয়া বাড়ির আমির হোসেনের ছেলে।

মামলার বাদীপক্ষের আইনজীবী এডভোকেট শংকর চন্দ্র ভৌমিক জানান, নভেল প্রতিবেশী আবু ছায়েদের কাছে ঘর বন্ধক রেখে দুটি চেকের বিনিময়ে বড় অঙ্কের টাকা নেন। পরবর্তীতে একটি ঘর গোপনে অন্যত্র বিক্রি করে দেন তিনি। এ ঘটনায় ভাড়াটিয়ার মাধ্যমে বিষয়টি জানাজানি হলে আবু ছায়েদ চেক নগদায়নের জন্য ২০২৫ সালের ৭ মে রূপালী ব্যাংকের বসুরহাট শাখায় যান। কিন্তু নভেলের অ্যাকাউন্টে পর্যাপ্ত টাকা না থাকায় চেক ডিজঅনার হয়।

এ ঘটনায় মামলা দায়েরের পর আদালত থেকে সমন জারি করা হয়। তবে নভেল আদালতে হাজির না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। ওয়ারেন্ট মূলে পুলিশ তাকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করলে মামলাটি জামিনযোগ্য হওয়ায় বিচারক তাকে জামিন দেন।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, “ওয়ারেন্টের ভিত্তিতে আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।”

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...