Logo Logo

মহিপুরে পানিতে ডুবে ৫ বছরের শিশুর মৃত্যু


Splash Image

পটুয়াখালীর মহিপুরে পানিতে ডুবে রায়হান (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে লতাচাপলী ইউনিয়নের থঞ্জুপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত রায়হান স্থানীয় দিনমজুর জুয়েল ইসলামের ছেলে।


বিজ্ঞাপন


স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরের দিকে পরিবারের অগোচরে রায়হান বাসার সামনের পুকুরে পড়ে যায়। শিশুটির খোঁজাখুঁজির একপর্যায়ে স্থানীয়রা পুকুরে তার মরদেহ দেখতে পায়। পরে তাকে উদ্ধার করে তুলাতলী ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান জানান, “লতাচাপলী ইউনিয়নের থঞ্জুপাড়া এলাকায় পানিতে পড়ে এক শিশুর মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

স্থানীয়রা শোক প্রকাশ করে বলেন, ছোট শিশু হওয়ায় পরিবারের জন্য এটি এক অপূরণীয় ক্ষতি।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...