Logo Logo

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ধর্ষণবিরোধী মশাল মিছিল

‘‘ধর্ষকের পতন হবে” স্লোগানে মুখরিত ববি ক্যাম্পাস


Splash Image

ন্যায়বিচারের দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদী শিক্ষার্থীরা

রায়পুরে কিশোরী ধর্ষণের প্রতিবাদে বরিশাল বিশ্ববিদ্যালয়ে মশাল মিছিল ও কুশপুত্তলিকা দাহ


বিজ্ঞাপন


লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলায় ১৪ বছরের কিশোরীকে অপহরণ করে সাতদিন আটকে রেখে ধর্ষণ ও নির্যাতনের ঘটনার প্রতিবাদে বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) মশাল মিছিল আয়োজন করেছে জুলাই জাগ্রত মঞ্চ। মিছিল শেষে ধর্ষকের কুশপুত্তলিকা দাহ করা হয়।

৪ সেপ্টেম্বর রাতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন-১ এর গ্রাউন্ড ফ্লোর থেকে মশাল মিছিলটি শুরু হয়। বিশ্ববিদ্যালয়ের তিন নম্বর গেট হয়ে দুই নম্বর গেট প্রদক্ষিণ করে পুনরায় প্রশাসনিক ভবনের সামনে এসে এটি শেষ হয়।

মিছিলে শিক্ষার্থীরা স্লোগান দেন—

“ধর্ষকের আস্তানা, এই বাংলায় হবে না”

“আমার বোন ধর্ষিতা কেনো, আসিফ নজরুল জবাব দে”

“জনগণের কলরবে, ধর্ষকের পতন হবে”

ঘটনার পটভূমি

গত ২৩ আগস্ট সন্ধ্যায় বাসার সামনে থেকে মুখ চেপে মাইক্রোবাসে তুলে নিয়ে যায় ভুক্তভোগী কিশোরীকে। সাত দিন আটকে রেখে তাকে শারীরিক নির্যাতন ও ধর্ষণ করে অভিযুক্ত জয় কুড়িসহ আরও কয়েকজন। ৩০ আগস্ট শনিবার সন্ধ্যায় মেয়েটিকে অসুস্থ অবস্থায় রায়পুর শহরের মৎস্য প্রজনন ও প্রশিক্ষণ কেন্দ্রের সামনে ফেলে যায় তারা।

শিক্ষার্থীদের বক্তব্য

মশাল মিছিলে বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মো. বিপ্লব বলেন, “জুলাই থেকে আজ পর্যন্ত যত ধর্ষণ হয়েছে, তার কোনো বিচার হয়নি। আমরা চাই, সব ধর্ষণের বিচার দ্রুত শেষ করতে হবে। বিচারে বিলম্ব হলে ঘটনাগুলো পরে উপেক্ষিত হয়।”

দর্শন বিভাগের শিক্ষার্থী ইফতেখার সায়েম বলেন, “ধর্ষক, নির্বাক প্রশাসন ও নির্বাক মূলধারার মিডিয়াকে হুঁশিয়ার করতে আমাদের এই মশাল মিছিল। আমরা ধর্ষিত বোনের ন্যায়বিচার চাই, দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আমরা নিরাপদ দেশ চাই, কিন্তু দেশ যেভাবে চলছে, মনে হচ্ছে অসুরের হাতে দেশ।”

-বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...