Logo Logo

নরসিংদীতে পুলিশ লাইন্স পরিদর্শনে নবাগত পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম


Splash Image

নরসিংদী জেলার নবাগত পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম পুলিশ লাইন্সের মেস, ডাইনিং রুম, ব্যারাক ও বিভিন্ন অফিস পরিদর্শন করেন। পুলিশ সদস্যদের কল্যাণ ও উন্নয়নে নানা দিকনির্দেশনা প্রদান করেন তিনি।


বিজ্ঞাপন


শুক্রবার (৫ সেপ্টেম্বর) জুমার নামাজের পর নরসিংদী জেলা পুলিশ লাইন্সের মেস, ডাইনিং রুম, ব্যারাক, রেশন স্টোরসহ বিভিন্ন অফিস পরিদর্শন করেন নবাগত পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম পি.পি.এম।

পরিদর্শনকালে তিনি মেসের খাবারের মান, ব্যবস্থাপনা, আবাসন, ক্রীড়া ও চিকিৎসা সুবিধাসহ সার্বিক কল্যাণমূলক বিষয় খতিয়ে দেখেন। পাশাপাশি এসব ক্ষেত্রে আরও উন্নয়নের লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

পুলিশ সুপার বলেন, ডিউটির পাশাপাশি পুলিশ সদস্যদের শারীরিক সক্ষমতা বজায় রাখতে নিয়মিত শরীরচর্চা ও খেলাধুলার কোনো বিকল্প নেই।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস), সহকারী পুলিশ সুপার (প্রবেশনর), আরআইসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...