Logo Logo

গোপালগঞ্জের ৩ উপজেলার প্রাথমিকের কৃতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করলেন জেলা প্রশাসক


Splash Image

গোপালগঞ্জের কাশিয়ানী, টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ এবং সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন


শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় জেলা প্রশাসন, গোপালগঞ্জ-এর আয়োজনে এবং জেলা পরিষদ, গোপালগঞ্জ-এর সহযোগিতায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুগ্মসচিব ও গোপালগঞ্জ জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আফতাব উদ্দীন, গোপালগঞ্জ জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা অমিত দেবনাথ, গোপালগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ ওহিদ আলম লস্কার এবং গোপালগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোছাঃ জ্যোৎস্না খাতুন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রুলী বিশ্বাস। এ সময় জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাসহ কাশিয়ানী, টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া উপজেলার নির্বাহী কর্মকর্তাবৃন্দ, নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ, জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, শিক্ষক ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবর্ধনা অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের মধ্যে কাশিয়ানী, টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া উপজেলার ৪৩৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির প্রথম স্থান অধিকারী শিক্ষার্থীদের ফুলেল সংবর্ধনা দেওয়া হয়। পাশাপাশি, প্রত্যেক শিক্ষার্থীর হাতে শিক্ষা উপকরণ হিসেবে একটি করে স্কুল ব্যাগ, খাতা, কলম, পেন্সিল, হাইলাইটার, ইরেজার, কাটার ও পেন্সিল বক্স বিতরণ করা হয়।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানান, এই উদ্যোগ কৃতিশীল শিক্ষার্থীদের শিক্ষা অর্জনে উৎসাহিত করার পাশাপাশি তাদের শিক্ষাগত মান বৃদ্ধি করার লক্ষ্যে নেওয়া হয়েছে।

প্রতিবেদক- মোঃ সাইফুর রশিদ চৌধুরী, গোপালগঞ্জ।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...