বিজ্ঞাপন
শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে রংপুর মহানগরীর সেন্ট্রাল রোডস্থ দলীয় কার্যালয়ে রংপুর বিভাগের আট জেলার সভাপতি ও সাধারণ সম্পাদকদের নিয়ে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এ মন্তব্য করেন।
মোস্তাফিজার রহমান বলেন, “আমরা ৩০০ আসনে প্রার্থী দেব। তবে যদি আওয়ামী লীগের সমর্থক কোনো ব্যক্তি যাদের বিরুদ্ধে মামলা, সহিংসতা বা অন্য কোনো অভিযোগ নেই, তারা জাতীয় পার্টিতে যোগ দেন এবং যোগ্য মনে হয়, তাহলে অবশ্যই মনোনয়ন দেওয়া হবে। ফরিদপুর, গোপালগঞ্জসহ অনেক জেলায় আওয়ামী লীগের নিরঙ্কুশ সমর্থন রয়েছে। সেখানে ক্লিন ইমেজের নেতারা জাতীয় পার্টিতে যোগ দিলে তাদের মনোনয়ন দিতে কোনো বাধা নেই।”
তিনি আরও বলেন, “গণতন্ত্রের স্বার্থে বিএনপিকেও দায়িত্ব নিতে হবে। কারণ বিএনপিকে বিপদে ফেলার জন্য স্বাধীনতাবিরোধী শক্তি সক্রিয়। সামনে নির্বাচনে জাতীয় পার্টি না থাকলে ইসলামী ঐক্যজোট, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন (চরমোনাই), এনসিপি ও গণঅধিকার পরিষদ একপক্ষে আর বিএনপি অন্যপক্ষে থাকলে বিএনপি একা হয়ে যাবে। তাই সব দলের অংশগ্রহণ নিশ্চিত করতে বিএনপিকে ভূমিকা রাখতে হবে।”
বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে জাপা কো-চেয়ারম্যান বলেন, “যদি সরকার মব সন্ত্রাস নিয়ন্ত্রণ করতে না পারে তবে সুষ্ঠু নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে। দেশের ব্যবসা প্রতিষ্ঠান, রাজনৈতিক কার্যালয়ে হামলা হচ্ছে, মুক্তিযোদ্ধাদের হেনস্তা করা হচ্ছে—এমন পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচন নিয়ে মানুষের প্রশ্ন থাকবেই।”
তিনি অভিযোগ করেন, সম্প্রতি সময়ে জাতীয় পার্টিকে অন্যায়ভাবে ফ্যাসিস্টদের দোসর আখ্যা দিয়ে অফিস ভাঙচুর ও নেতাকর্মীদের হেনস্তা করা হচ্ছে। “রংপুরসহ তিনটি জেলায় জাপার কার্যালয়ে হামলা চালানো হয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাই এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।”
মোস্তাফিজার রহমান আরও বলেন, “জাতীয় পার্টি একটি নিবন্ধিত রাজনৈতিক দল। এ দলের কার্যক্রম পরিচালনায় আইনগত কোনো বাধা নেই। একটি মহল জাপার রাজনীতিকে স্তব্ধ করার চেষ্টা করছে। তবে আমরা শক্তিমত্তা দিয়ে তা প্রতিহত করব। আগামী সংসদ নির্বাচনে প্রার্থী চূড়ান্ত করতে আট জেলার সভাপতি-সাধারণ সম্পাদকদের উত্থাপিত নাম যাচাই-বাছাই চলছে।”
এ সময় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এসএম ইয়াসির, ভাইস চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, কেন্দ্রীয় নেতা আজমল হোসেন লেবু, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও রংপুর মহানগরের সিনিয়র সহসভাপতি লোকমান হোসেন, সহসভাপতি জাহিদুল ইসলাম, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও রংপুর জেলা জাতীয় যুব সংহতির সভাপতি হাসানুজ্জামান নাজিমসহ বিভিন্ন জেলা থেকে আগত নেতারা উপস্থিত ছিলেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...