বিজ্ঞাপন
সমাবেশে সভাপতিত্ব করেন ইসলামি আন্দোলন বাংলাদেশ নালিতাবাড়ী উপজেলা শাখার সভাপতি মাওলানা আবু বক্কার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনে দলের মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা আব্দুল আল কায়েস।
বক্তারা সমাবেশে বর্তমান রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক পরিস্থিতি তুলে ধরে বলেন, দেশকে দুর্নীতি, মাদক ও অন্যায়-অবিচার থেকে রক্ষা করতে হলে ইসলামভিত্তিক সমাজব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে। একইসঙ্গে তারা জাতীয় নির্বাচনে পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতি বাস্তবায়নের দাবি জানান।
প্রধান অতিথির বক্তব্যে চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেন, “দেশে সুশাসন প্রতিষ্ঠা করতে হলে আল্লাহর আইন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করতে হবে। জাতীয় নির্বাচনে পিআর পদ্ধতি চালু করতে হবে এবং প্রয়োজনীয় সংস্কার করতে হবে। জনগণের অধিকার প্রতিষ্ঠায় ইসলামি আন্দোলন বাংলাদেশ মাঠে থাকবে।”
এর আগে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে আসন্ন জাতীয় নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “পিআর পদ্ধতিতে নির্বাচন না হলে অন্তত একটি সুস্থ পরিবেশ তৈরি করতে হবে। নির্বাচনের আগে প্রয়োজনীয় সংস্কার করতে হবে। আর মুসলিম দলগুলো ঐক্যবদ্ধভাবে নির্বাচনে অংশ নেবে।”
গণসমাবেশে নালিতাবাড়ী উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা হাজারো নেতা-কর্মী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...