বিজ্ঞাপন
রবিবার (৭ সেপ্টেম্বর) নেত্রকোণা জেলা শহরের স্থানীয় পাবলিক হলে দুর্নীতি দমন কমিশনের (দুদক) গণশুনানির উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন দুদক কমিশনার (তদন্ত) মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী।
তিনি আরও বলেন, “অন্যায়ভাবে কোনো শিক্ষক ছাত্র-ছাত্রীদের প্রাইভেট বা কোচিং করাতে বাধ্য করলে উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের জানাতে হবে এবং প্রয়োজনে জেলা প্রশাসককে বিষয়টি অবহিত করতে হবে।”
‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা’ স্লোগানে অনুষ্ঠিত এ গণশুনানির সভাপতিত্ব করেন নেত্রকোণা জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান। অনুষ্ঠানে দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) আক্তার হোসেন, উপপরিচালক তাজুল ইসলাম ভূইয়া, অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুল ইসলামসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
গণশুনানিতে মোট ৯৬টি অভিযোগ দাখিল করা হয়। এর মধ্যে কিছু অভিযোগের তাৎক্ষণিক সমাধান করা হয় এবং কিছু অভিযোগের নিষ্পত্তির জন্য সংশ্লিষ্ট দপ্তরকে নির্দেশনা দেওয়া হয়। একইসাথে নেত্রকোণা সাব-রেজিস্ট্রি অফিসের তল্লাসকারক ওয়াফিজ উদ্দিন ও হারিস উদ্দিনের লাইসেন্স বাতিলের নির্দেশ দেন অতিথিবৃন্দ।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...