বিজ্ঞাপন
রোববার সকালে মহাসড়কের ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে। মহিপাল হাইওয়ে থানার ওসি হারুন অর রশিদ জানান, দুর্ঘটনায় জড়িত শ্যামলী পরিবহনের বাস ও ট্রাক জব্দ করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, লালপোল হাফেজিয়া এলাকায় শ্যামলী পরিবহনের একটি বাসকে (ঢাকা মেট্টো-ব ১২-০২৪১) পেছন থেকে সজোরে ধাক্কা দেয় বালুভর্তি ট্রাক। এতে বাসের চালক, সুপারভাইজার ও সহকারী গুরুতর আহত হন।
হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা তাদের উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে ভর্তি করেন। পরে কর্তব্যরত চিকিৎসক সুপারভাইজার রবিউল ইসলাম ও সহকারী মোহাম্মদ ইয়াহিয়া রাফিকে মৃত ঘোষণা করেন। আহত বাসচালক মো. রফিককে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
প্রতিবেদক- মশি উদ দৌলা রুবেল, ফেনী।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...