বিজ্ঞাপন
সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে পৌর শহরের গড়কান্দায় উপজেলা বিএনপির একাংশের দলীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
লিখিত বক্তব্যে আনোয়ার হোসেন বলেন, গত ৩ সেপ্টেম্বর বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি শেরপুর-২ আসনের এমপি পদে সম্ভাব্য প্রার্থীদের রাজনৈতিক সংগ্রাম ও সাফল্যের ইতিহাস তুলে ধরেন। এ সময় ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী দোলাল চৌধুরীকে নিয়ে বক্তব্য রাখতে গিয়ে নামের শেষে ‘হিন্দু ও সংখ্যালঘু’ শব্দ ব্যবহার তাঁর ‘মনের অজান্তেই’ উচ্চারিত হয়।
তিনি বলেন, বক্তব্যের ওই অংশ প্রচারের পর একটি মহল জনমনে বিভ্রান্তি সৃষ্টি করে। বিষয়টি টের পাওয়ার সঙ্গে সঙ্গেই তিনি তাঁর ভেরিফাইড ফেসবুক পেজে ওই অপপ্রচারের বিরুদ্ধে তীব্র নিন্দা জানান এবং নালিতাবাড়ীর সনাতনী ধর্মাবলম্বীদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেন।
আনোয়ার হোসেন আরও অভিযোগ করেন, “একটি স্বার্থান্বেষী মহল আমার রাজনৈতিক জনপ্রিয়তা ও অতীত ইতিহাসে ঈর্ষান্বিত হয়ে বক্তব্যটি বিকৃতভাবে প্রচার করছে। তাদের লক্ষ্য হলো হিন্দু সম্প্রদায়ের সঙ্গে আমার বিভাজন তৈরি করা। কিন্তু আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, যত ষড়যন্ত্রই হোক, সনাতনী ধর্মাবলম্বীদের সঙ্গে কোনো বিভাজন হবে না। কারণ আমি কখনো তাদের অসম্মান করিনি।”
তিনি এ সময় তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ইউনুস আলী দেওয়ান, ইসমাইল হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক জাহিদ হোসেন রোমান, উপজেলা শ্রমিক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক মাসুদ পারভেজ তালুকদার, শহর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আলী আকবর চান্দু মানিক মিয়াসহ উপজেলা ও শহর বিএনপি এবং অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...