প্রতীকী ছবি।
বিজ্ঞাপন
স্থানীয়রা মোবাইলে ধারণ করা ভিডিওতে দেখেছেন, কিভাবে অভিযুক্ত বৃদ্ধের গলায় জুতার মালা পরিয়ে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হচ্ছে।
ভুক্তভোগী শিশুর মা বলেন, “আমি কাজের সুবাদে বাড়িতে নেই। তখন শিশুটিকে একা পেয়ে ধর্ষণ করেন ওয়াজেদ শেখ। বিকেলে আমাকে ফোন দিয়ে বিষয়টি জানানো হয়। বাড়ি ফিরলে দেখি মেয়েটি কান্নায় ভেঙে পড়েছে। আমি ন্যায় বিচার চাই।”
স্থানীয় বাসিন্দা ভিপি গিয়াস জানান, শিশুটিকে ফুসলিয়ে বাড়ির পেছনে নিয়ে ধর্ষণ করা হয়। এক ব্যক্তি দূর থেকে ভিডিও ধারণ করেন এবং অন্যদের সহযোগিতায় হাতেনাতে তাকে আটক করা হয়। পরে ৯৯৯-এ কল করে পুলিশকে খবর দেওয়া হয়। উত্তেজিত এলাকাবাসী বৃদ্ধকে মারধর করে জুতার মালা পরিয়ে পুলিশে হস্তান্তর করেন।
কোতোয়ালি থানার উপপরিদর্শক সমীর কুমার দাস বলেন, “৯৯৯-এ কল পেয়ে ঘটনাস্থল থেকে বৃদ্ধকে আটক করে থানায় নেওয়া হয়েছে। ভুক্তভোগী শিশুটিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে। শিশুটির মা থানায় রয়েছেন। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...