Logo Logo

ঠাকুরগাঁওয়ে ৮ বছর পর জেলা বিএনপির সম্মেলন : সভাপতি মির্জা ফয়সল, সম্পাদক পয়গাম


Splash Image

দীর্ঘ আট বছর পর ঠাকুরগাঁও জেলা বিএনপির দ্বি-বাষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। কাউন্সিলরদের ভোটে সভাপতি পদে মির্জা ফয়সল আমিন এবং সাধারণ সম্পাদক পদে মো. পয়গাম আলী নির্বাচিত হয়েছেন।


বিজ্ঞাপন


সোমবার (৮ সেপ্টেম্বর) বিকেলে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে এ সম্মেলনের ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশন অ্যাডভোকেট বদিউজ্জামান চৌধুরী। অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত ছিলেন।

এর আগে সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সভাপতি পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় আগেই মির্জা ফয়সল আমিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

ভোটের ফলাফলে দেখা যায়, সাধারণ সম্পাদক পদে মো. পয়গাম আলী ৩৫১টি ভোট পান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জেলা বিএনপির সহ-সভাপতি আল মামুন পান ২৯১ ভোট। অপর প্রার্থী সহ-সভাপতি ওবায়দুল্লাহ মাসুদ পান ১৬৬ ভোট। অন্যদিকে পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শরিফ ভোটগ্রহণ শুরুর নয় ঘণ্টা আগে তার প্রার্থিতা প্রত্যাহার করে নেন।

ঠাকুরগাঁও বিএনপির ৫টি উপজেলা ও ৩টি পৌর কমিটির মোট ৮০৮ জন কাউন্সিলর ভোটাধিকার প্রয়োগ করেন।

দলীয় সূত্রে জানা গেছে, সর্বশেষ জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল ২০১৭ সালের ২৪ মে। ওই সম্মেলনে সভাপতি নির্বাচিত হয়েছিলেন সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা প্রয়াত তৈমুর রহমান এবং সাধারণ সম্পাদক হন সাবেক পৌর মেয়র মির্জা ফয়সল আমিন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...