Logo Logo

যান চলাচল বন্ধ

আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে ফের ফরিদপুর-বরিশাল মহাসড়ক অবরোধ


Splash Image

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-৪ আসন থেকে বাদ দিয়ে অন্য আসনে অন্তর্ভুক্ত করায় ক্ষুব্ধ এলাকাবাসী ফের মহাসড়ক অবরোধ করেছেন।


বিজ্ঞাপন


আসন পুনর্বহালের দাবিতে মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল পৌনে ৮টার দিকে বিক্ষোভকারীরা ভাঙ্গার মাধবপুর স্ট্যান্ড এলাকায় গাছের গুঁড়ি ফেলে ও রাস্তায় আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করেন। এতে ফরিদপুর-বরিশাল মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।

একই সময়ে আলগী ইউনিয়নের মনসুরাবাদ এলাকায়ও মহাসড়কে গাছের গুঁড়ি ফেলে অবরোধ সৃষ্টি করা হয়। এর ফলে ঢাকা-খুলনা মহাসড়কেও যান চলাচল বন্ধ হয়ে যায়। হঠাৎ এ অবরোধের কারণে মহাসড়কের দুই পাশে শত শত যানবাহন আটকে পড়ে এবং যাত্রীদের ভোগান্তি চরমে পৌঁছে।

এ তথ্য নিশ্চিত করে ভাঙ্গা হাইওয়ে থানার ওসি মো. রোকিবুজ্জামান বলেন, “উপজেলা প্রশাসন ও হাইওয়ে পুলিশের পক্ষ থেকে স্থানীয়দের শান্ত করার চেষ্টা চলছে।”

প্রসঙ্গত, এর আগে গত শুক্রবারও আসন বিন্যাস নিয়ে বাংলাদেশ নির্বাচন কমিশনের গেজেট বাতিলের দাবিতে এলাকাবাসী দুই দফায় মহাসড়ক অবরোধ করেছিলেন। তখন উপজেলা প্রশাসনের আশ্বাসে তারা তিন দিনের আল্টিমেটাম দিয়েছিলেন। সেই সময়সীমা শেষ হওয়ায় মঙ্গলবার ফের সড়ক অবরোধে নামেন বিক্ষুব্ধ এলাকাবাসী।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...