Logo Logo

ডাকসু নির্বাচন : শুরু হয়েছে ভোট গ্রহণ, ক্যাম্পাসে শিক্ষার্থীদের দীর্ঘ লাইন


Splash Image

ছবি : সংগৃহীত।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভোট দিতে সকাল থেকেই শিক্ষার্থীদের দীর্ঘ লাইন লক্ষ্য করা গেছে। বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শিক্ষার্থীরা ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে তাদের প্রতিনিধি নির্বাচনে অংশ নিচ্ছেন।


বিজ্ঞাপন


মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল থেকে কার্জন হল, ভূতত্ত্ব বিভাগ ও শারীরিক শিক্ষাকেন্দ্রে গিয়ে দেখা যায়, ভোটার শিক্ষার্থীরা আনন্দ-উচ্ছ্বাসে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোটাধিকার প্রয়োগ করছেন। সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোট চলবে বিকেল ৪টা পর্যন্ত।

এর আগে সোমবার (৮ সেপ্টেম্বর) নির্বাচন কমিশন সব কেন্দ্রের প্রস্তুতি সম্পন্ন করে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। প্রবেশপথে কঠোর নিয়ন্ত্রণ জারি করা হয়েছে। শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী ছাড়া বাইরের কেউ ক্যাম্পাসে প্রবেশ করতে পারছেন না। সাংবাদিকদের জন্য নির্ধারিত পাসের মাধ্যমে প্রবেশের সুযোগ রাখা হয়েছে।

শহিদুল্লাহ হলের শিক্ষার্থী রাশেদ বলেন, “পরিবেশ অনেক সুন্দর। সকালেই এসে লাইনে দাঁড়িয়েছি। আশা করছি সুষ্ঠু ও সুন্দরভাবে নির্বাচন শেষ করে আমরা একজন যোগ্য প্রতিনিধি পাবো।”

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী,

ড. মুহম্মদ শহীদুল্লাহ হল, অমর একুশে হল ও ফজলুল হক মুসলিম হলের শিক্ষার্থীরা কার্জন হলে ভোট দিচ্ছেন। এ কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৫ হাজার ৭৭।

জগন্নাথ হল, শহীদ সার্জেন্ট জহুরুল হক হল ও সলিমুল্লাহ মুসলিম হলের শিক্ষার্থীরা ভোট দিচ্ছেন শারীরিক শিক্ষাকেন্দ্রে। এখানে মোট ভোটার ৪ হাজার ৮৫৩।

কবি সুফিয়া কামাল হলের শিক্ষার্থীরা ভোট দিচ্ছেন ভূতত্ত্ব বিভাগ কেন্দ্রে। এ কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৪ হাজার ৪৪৩।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন ঘিরে পুরো ক্যাম্পাস উৎসবমুখর হয়ে উঠেছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...