Logo Logo

অভিযোগ নয়, ভোট উদযাপন করতে চাই : ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল


Splash Image

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) পদে ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থী আবিদুল ইসলাম খান বলেছেন, তিনি ভোটের উৎসব উপভোগ করতে চান, অভিযোগে জড়াতে চান না।


বিজ্ঞাপন


মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ১০টার কিছু আগে বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক কার্জন হলের ভোটকেন্দ্রের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

আবিদুল ইসলাম খান বলেন, “ভোটটা উদযাপন করতে চাই। অভিযোগ করতে চাই না।”

এসময় নিয়ম ভেঙে ভোটকেন্দ্রে প্রবেশের অভিযোগ প্রসঙ্গে তিনি জানান, রিটার্নিং কর্মকর্তার অনুমতি নিয়েই তিনি কেন্দ্রে প্রবেশ করেছেন।

এর আগে তার বিরুদ্ধে নিয়ম ভেঙে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্রে স্থাপিত ভোটকেন্দ্রে প্রবেশের অভিযোগ ওঠে। ওই সময় তিনি অভিযোগ করেছিলেন, প্রার্থীদের জন্য বিশ্ববিদ্যালয় কোনো পরিচয়পত্র সরবরাহ করেনি। সে কারণে তাঁকে মেয়েদের হলের ভোটকেন্দ্রে ঢুকতে বাধা দেওয়া হচ্ছিল।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...