Logo Logo

প্রেমের টানে রাজবাড়ীতে এসে তরুণীকে বিয়ে করলেন চীনা যুবক


Splash Image

রাজবাড়ী জেলায় এক অদ্ভুত প্রেমকাহিনী স্থানীয়দের দৃষ্টি আকর্ষণ করেছে। চীনা নাগরিক ঝং কেজুন (৪৬), প্রেমের টানে সুদূর চীন থেকে এসে রাজবাড়ীর মোছা রুমা খাতুন (২১)-এর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। নবদম্পতির দাম্পত্য জীবনের শুরুতে পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।


বিজ্ঞাপন


মোছা রুমা খাতুন রাজবাড়ী পৌরসভার বিনোদপুর গ্রামের অটোচালক বাবু খানের মেয়ে। বিষয়টি জানাজানি হতেই প্রতিদিনই অসংখ্য মানুষ নবদম্পতিকে একনজর দেখতে ভিড় জমাচ্ছেন।

প্রাথমিক তথ্য অনুযায়ী, এক বছর আগে চীনের জনপ্রিয় সোশ্যাল মিডিয়া লিটল রেড বুক-এ পরিচয় হয় রাজবাড়ীর রুমা খাতুন এবং ঝং কেজুনের মধ্যে। ধীরে ধীরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং সম্পর্ককে পরিণয়ে রূপ দিতে সম্প্রতি ঝং কেজুন বাংলাদেশে আসেন।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ২ সেপ্টেম্বর রাজবাড়ী নোটারি পাবলিকের মাধ্যমে তাদের বিবাহ সম্পন্ন হয়। এরপর ইসলামি শরিয়ত অনুযায়ী স্থানীয় মসজিদের ইমামের তত্ত্বাবধানে বিবাহের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

নবদম্পতির এই মিলন শুধু পরিবার ও আত্মীয়স্বজনের জন্যই নয়, স্থানীয় সমাজের জন্যও এক বিরল ঘটনা হিসেবে দেখা হচ্ছে।

প্রতিবেদক- স্বপন বিশ্বাস, রাজবাড়ী।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...