Logo Logo

ব্রাহ্মণবাড়িয়ায় চূড়ান্ত গেজেট বাতিলের দাবিতে মহাসড়ক অবরোধ


Splash Image

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসন দীর্ঘদিন ধরে অবহেলিত বলে অভিযোগ স্থানীয়দের। এই অভিযোগের প্রেক্ষিতে নতুনভাবে এ আসনে অন্য উপজেলার দুটি ইউনিয়ন যুক্ত করার সিদ্ধান্তকে আশুগঞ্জবাসী ষড়যন্ত্র হিসেবে অভিহিত করেছেন।


বিজ্ঞাপন


এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে আশুগঞ্জ গোলচত্তর এলাকায় সর্বদলীয় ঐক্য পরিষদের ব্যানারে প্রতিবাদ বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করেন স্থানীয় জনতা। এতে করে ঢাকা-সিলেট মহাসড়কে প্রায় ২০ কিলোমিটার যানজট সৃষ্টি হয়, ফলে শত শত দূরপাল্লার যানবাহন আটকে পড়ে ভোগান্তিতে পড়ে, বিশেষ করে গরমে নারী ও শিশুদের কষ্ট বৃদ্ধি পায়।

প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন সর্বদলীয় ঐক্য পরিষদের সভাপতি ও আশুগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শাহজাহান সিরাজ, জামায়াতে ইসলামীর উপজেলা আমীর শাহজাহান ভূইয়া, বিএনপির উপজেলা সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব এবং এনসিপির আশুগঞ্জ উপজেলা প্রধান সমন্বয়কারী আমিনুল ইসলাম ডালিম।

বিক্ষোভকারীরা অভিযোগ করেন, আশুগঞ্জের মানুষ দীর্ঘদিন ধরে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন। এবার নির্বাচনী সীমানা পুনর্নির্ধারণের মাধ্যমে অন্য উপজেলার দুটি ইউনিয়ন এ আসনে যুক্ত করা হয়েছে, যা তারা আশুগঞ্জবাসীর রাজনৈতিক অধিকার কেড়ে নেওয়ার ষড়যন্ত্র হিসেবে দেখছেন।

একক আসনের দাবিতে আন্দোলনকারীরা বলেন, “নতুনভাবে যুক্ত হওয়া দুটি ইউনিয়নকে বাতিল করতে হবে এবং আশুগঞ্জবাসীর অধিকার ফিরিয়ে দিতে হবে। নইলে আমরা আরও কঠোর আন্দোলনে যেতে বাধ্য হব।”

উল্লেখ্য, গত ৪ সেপ্টেম্বর নির্বাচন কমিশন সংসদীয় আসনের চূড়ান্ত সীমানা গেজেট প্রকাশ করে। ঘোষণার পর থেকেই আশুগঞ্জে ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয়েছে এবং স্থানীয় জনতা এটি রাজনৈতিক ষড়যন্ত্র হিসেবে দেখছেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...