Logo Logo

সেরা লেখক সম্মাননা পেলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ১৭ জন শিক্ষার্থী


Splash Image

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, জবি শাখার উদ্যোগে সিএসই বিভাগের ভিসি রুমে সম্প্রতি “লেখক সম্মেলন ও নবীনবরণ-২০২৫” অনুষ্ঠিত হয়েছে। এ অনুষ্ঠানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সেরা ১৭ জন শিক্ষার্থী সেরা লেখক সম্মাননা পুরস্কার অর্জন করেন।


বিজ্ঞাপন


বুধবার অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. রেজাউল করিম। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম, এবং সভাপতিত্ব করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় লেখক ফোরামের সভাপতি আব্দুল কাদের নাগিব।

সেরা লেখক পুরস্কার অর্জন করেন জবি শিক্ষার্থী সোহানুর রহমান, মাইসা ফাহমিদা ইসলাম, সাদিয়া সুলতানা রিমি, হেনা শিকদার, মিশকাতুল ইসলাম মুমু, ইশতিয়াক হোসেন রাতুল, নিশাত বিনতে আনসার, গোলাম মাওলা হাবিব, মোহাম্মদ রিফাত হোসেন, ইতু মনি, ইমতিয়াজ উদ্দিন, উর্মিলা আক্তার ঝিনুক, নাদিরা অর্পা, চম্পা আক্তার, সাবরিনা জাহান, হাবিব উল্লাহ এবং মোছাঃ হেপী।

পুরস্কার তুলে দেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. রেজাউল করিম এবং অনুষ্ঠানের বিশেষ অতিথি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সাবিনা শরমীন।

সেরা লেখক ইশতিয়াক হোসেন রাতুল বলেন, “আজ আমি খুবই খুশি। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি।” আরেক সেরা লেখক নিশাত বিনতে আনসার বলেন, “বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা আমাদের লেখক সত্তার পূর্ণ জাগরণ ঘটিয়েছে। এটা আমাদের জন্য অনেক সম্মানের।”

দিনব্যাপী অনুষ্ঠানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রায় আড়াই শতাধিক শিক্ষার্থী অংশ নেন। এতে লেখা প্রদর্শনী, সেমিনার, ক্যারিয়ার গঠনের ওপর আলোচনা, প্রবন্ধ প্রতিযোগিতা, কুইজ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোঃ রইছ উদ্দীন। বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক। আমন্ত্রিত অতিথিদের মধ্যে ছিলেন জবি ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল, জবি শিবির সভাপতি রিয়াজুল ইসলাম এবং জবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...