Logo Logo

নোয়াখালীতে যাত্রী ছাউনি নির্মাণের নামে খাল ভরাটের অভিযোগ


Splash Image

নোয়াখালী পৌরসভার সোনাপুর এলাকায় খাল ভরাট করে যাত্রী ছাউনি নির্মাণের অভিযোগে স্থানীয় ব্যবসায়ীরা বুধবার (১০ সেপ্টেম্বর) মানববন্ধন করেছেন।


বিজ্ঞাপন


সোনাপুর বাজারের ব্যবসায়ীদের উদ্যোগে সোনাপুর-প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সড়কে অনুষ্ঠিত এই মানববন্ধনে ব্যবসায়ীরা প্রশাসনের এমন কর্মকাণ্ডের প্রতিবাদ জানান।

ব্রিফিংয়ে ব্যবসায়ীরা জানান, ২০১৯ সালে খাল খননের কথা বলে সোনাপুর জিরো পয়েন্ট থেকে পূর্ব ও দক্ষিণ দিকে শতাধিক দোকান ভেঙে দেওয়া হয় জেলা প্রশাসনের উদ্যোগে। বৃহত্তর স্বার্থে তারা প্রশাসনের সেই সিদ্ধান্তের সঙ্গে সহযোগিতা করলেও, পরে খালি জায়গাগুলো বেনামে দখল হতে থাকে।

গত কয়েকদিন ধরে নোয়াখালী পৌরসভা বালি ফেলে খাল ভরাট করে যাত্রী ছাউনি নির্মাণের কাজ শুরু করেছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের অভিযোগ, যাত্রী ছাউনি নির্মাণের আড়ালে পৌরসভার সচিবসহ একটি অসাধু চক্র খালি জায়গা দখল করছে। তারা দাবি করেন, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পুনর্বাসন না করে নতুন দখলদারিত্ব বন্ধ করতে হবে।

মানববন্ধনে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক বাদল, সোনাপুর কলেজ ছাত্র সংসদের জিএস আব্দুজ্জাহের হারুন, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী গিয়াস উদ্দিন মিহির ও ইফতেখার হোসেন ইফতু। তারা জানান, স্থানীয় জনসাধারণ ও ব্যবসায়ীদের স্বার্থে প্রশাসনের এমন কর্মকাণ্ড বন্ধ হওয়া জরুরি।

অভিযোগ অস্বীকার করে নোয়াখালী পৌরসভার সচিব মো. আলাউদ্দিন বলেন, “ব্যবসায়ীদের অভিযোগ সত্য নয়। সোনাপুর জিরো পয়েন্টে খাল পাড়ে, সড়কের পাশে জনস্বার্থে যাত্রী ছাউনি নির্মাণ করা হচ্ছে। আমাদের লক্ষ্য স্থানীয় মানুষ ও যাত্রীদের সুবিধা নিশ্চিত করা।”

নোয়াখালীর সোনাপুর এলাকায় এই বিতর্ক এভাবেই অব্যাহত রয়েছে, যেখানে ব্যবসায়ীরা প্রশাসনের নতুন প্রকল্প ও তাদের অর্থনৈতিক ক্ষতির মধ্যে ভারসাম্য ফেরানোর দাবি জানাচ্ছেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...