Logo Logo

যোগ্যতার ভিত্তিতেই পুলিশে নিয়োগ, নেত্রকোনায় ৩১ জনের স্বপ্নপূরণ


Splash Image

ছবি : সংগৃহীত

নেত্রকোণা জেলায় স্বচ্ছ ও নিরপেক্ষ নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে ৩১ জন প্রার্থী চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন।


বিজ্ঞাপন


বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০টায় পুলিশ লাইন্স, নেত্রকোণায় লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরে রাত ৮টায় চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়।

‎এ পরীক্ষায় সভাপতিত্ব করেন নেত্রকোণা জেলার পুলিশ সুপার ও নিয়োগ বোর্ডের সভাপতি মির্জা সায়েম মাহমুদ, পিপিএম। পরে উত্তীর্ণ প্রার্থীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান পুলিশ সুপার ও নিয়োগ বোর্ডের সদস্যবৃন্দ।

‎এসময় পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ বলেন, “আমরা নিয়োগের শুরু থেকে শেষ পর্যন্ত শতভাগ মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার ভিত্তিতে প্রক্রিয়াটি সম্পন্ন করেছি। এখানে যারা উত্তীর্ণ হয়েছেন, তারা সম্পূর্ণ নিজস্ব যোগ্যতায় এ জায়গা অর্জন করেছেন।”

‎এসময় তিনি যারা এবারে উত্তীর্ণ হতে পারেননি, তাদের ভবিষ্যতে আরও ভালোভাবে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান।

‎নিয়োগ কার্যক্রমে নিয়োগ বোর্ডের অন্যান্য সদস্যরা ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...