Logo Logo

গোপালগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান


Splash Image

গোপালগঞ্জে ২০২৪ সালের এসএসসি ও এইচএসসি/সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ১০টায় জেলা পরিষদের আয়োজনে গোপালগঞ্জ পৌর মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


বিজ্ঞাপন


জেলায় সদর, মুকসুদপুর, কাশিয়ানী, টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া উপজেলাসহ মোট ১৪৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়। প্রতিটি কৃতি শিক্ষার্থীকে শিক্ষা বৃত্তি ও শিক্ষা সামগ্রীও প্রদান করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জের জেলা প্রশাসক ও যুগ্ম সচিব মুহম্মদ কামরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো. মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও পৌর প্রশাসক এস.এম তারেক সুলতান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রুলি বিশ্বাস, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম রকিবুল হাসান এবং জেলা শিক্ষা অফিসার খোন্দকার রুহুল আমিন।

সভাপতিত্ব করেন জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা অমিত দেবনাথ। এছাড়া জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা, নির্বাহী প্রকৌশলী (সড়ক ও জনপথ বিভাগ), উপজেলা নির্বাহী কর্মকর্তা, নির্বাহী ম্যাজিস্ট্রেট, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক ও অভিভাবকবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, অনুষ্ঠানটিতে বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র, ঢাকার ৭৮তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের মাঠ সংযুক্তির অংশ হিসেবে সাতজন নবীন বিসিএস কর্মকর্তা অংশগ্রহণ করেন। এদের মধ্যে চারজন ৪৩তম বিসিএস (প্রশাসন), একজন ৪১তম বিসিএস (পরিবার পরিকল্পনা) এবং দুইজন ৪০তম বিসিএস (কৃষি) ক্যাডারের কর্মকর্তা।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন স্বর্ণকলি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা শাহানাজ পারভীন শিলু।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...