বিজ্ঞাপন
“সেবার ব্রতে চাকরি”—এই মহান স্লোগানকে ধারণ করে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে জুন-২০২৫ নিয়োগের চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়েছে। রাজবাড়ী জেলায় যোগ্য শূন্য পদের বিপরীতে শতভাগ মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার ভিত্তিতে ১৫ জন নারী-পুরুষকে নিয়োগ দেওয়া হয়েছে।
বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে রাজবাড়ী জেলা পুলিশ লাইন্সের ড্রিল শেডে টিআরসি নিয়োগ বোর্ডের সভাপতি ও জেলা পুলিশ সুপার মো. কামরুল ইসলাম মেধাক্রম অনুসারে ফলাফল ঘোষণা করেন। এসময় উত্তীর্ণ প্রার্থীদের ফুল দিয়ে অভিনন্দন জানানো হয়।
মাত্র ১২০ টাকা ফি প্রদান করে চাকরি পাওয়ার সুযোগে নির্বাচিত প্রার্থীরা আনন্দে আপ্লুত হয়ে পড়েন। অনেকের চোখে আসে আনন্দাশ্রু। তারা বাংলাদেশ পুলিশে যোগদানের মাধ্যমে সততা, দেশপ্রেম ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের অঙ্গীকার ব্যক্ত করেন।
পুলিশ সুপার মো. কামরুল ইসলাম বলেন, “শতভাগ মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার ভিত্তিতেই এই নিয়োগ সম্পন্ন করা হয়েছে। আশা করি, নির্বাচিত প্রার্থীরা নিষ্ঠা ও দায়িত্বশীলতার মাধ্যমে বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল করবে।”
অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ টিআরসি নিয়োগ বোর্ডের সদস্যরা উপস্থিত ছিলেন।
-স্বপন বিশ্বাস, রাজবাড়ী
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...