Logo Logo

ঝালকাঠি আদালত প্রাঙ্গণে এক যুবককে হত্যাচেষ্টা, আটক ৩


Splash Image

ঝালকাঠি চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে এক যুবকের উপর চাকু দিয়ে হত্যাচেষ্টা চালানো হয়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার কিছু পর আদালত ভবনের চতুর্থ তলায় রাজাপুর আমলি আদালতের এজলাস কক্ষের সামনে এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


আহত যুবক জসিম মাঝিকে প্রথমে ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

ঝালকাঠি আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট মানিক আচার্য্য বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, নলছিটি থানার জি আর ১৯/২৫ (নল) মামলার আসামি হিসেবে জসিম মাঝি ও তার তিন ভাই আদালতে হাজিরা দিতে গেলে বাদী পক্ষের এমদাদুল, জহিরুল ও রফিকুল তাদের উপর হামলা চালায়। এ সময় জসিম মাঝির নাকের ওপর চাকু দিয়ে কোপ দেওয়া হলে তিনি গুরুতর জখম হন।

ঘটনার পর আইনজীবী ও পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে হামলাকারী তিন যুবককে আটক করেন। এ হামলার ঘটনায় আদালত প্রাঙ্গণে আতঙ্কের সৃষ্টি হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...