Logo Logo

৪ আসন পুনর্বহালের দাবিতে বাগেরহাটে নতুন কর্মসূচি


Splash Image

ছবি: সংগৃহীত।।


বিজ্ঞাপন


বাগেরহাটের চারটি সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে সর্বদলীয় সম্মিলিত কমিটি। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় সংবাদ সম্মেলনে কমিটির সদস্য সচিব শেখ মো. ইউনুস এ কর্মসূচি প্রকাশ করেন। তিনি জানান, পূর্বঘোষিত দুদিনের হরতাল শিথিল করা হলেও নতুন করে চার দিনের ধারাবাহিক কর্মসূচি নেওয়া হয়েছে।

ঘোষণা অনুযায়ী, রোববার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জেলা ও উপজেলা পর্যায়ের সব সরকারি অফিস ও আদালত ঘেরাও করে অবস্থান কর্মসূচি পালন করা হবে। এরপর সোমবার থেকে বুধবার পর্যন্ত তিন দিন সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত টানা হরতাল চলবে। তবে রাতে সড়ক চলাচল স্বাভাবিক থাকবে। শেখ ইউনুস হুঁশিয়ারি দিয়ে বলেন, নির্বাচন কমিশন জনগণের দাবি গুরুত্বের সঙ্গে বিবেচনা না করলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। একই সঙ্গে তিনি জানান, ইতোমধ্যে কমিটির আইনজীবী প্যানেলকে হাইকোর্টে রিট দায়েরের দায়িত্ব দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাটের চারটি আসনকে কমিয়ে তিনটি করার প্রাথমিক প্রস্তাব দেয় নির্বাচন কমিশন। যদিও বাগেরহাটবাসী এ প্রস্তাবের বিরুদ্ধে আন্দোলন শুরু করে এবং শুনানিতে অংশগ্রহণ করে। পরবর্তীতে ৪ সেপ্টেম্বর কমিশন চূড়ান্ত গেজেট প্রকাশ করে তিনটি আসন বহাল রাখে। নতুন বিন্যাস অনুযায়ী বাগেরহাট-১ আসনে সদর, চিতলমারী ও মোল্লাহাট; বাগেরহাট-২ আসনে ফকিরহাট, রামপাল ও মোংলা; আর বাগেরহাট-৩ আসনে কচুয়া, মোরেলগঞ্জ ও শরণখোলা যুক্ত করা হয়েছে। অথচ পূর্বে চারটি আসনের বিন্যাস ছিল ভিন্ন, যেখানে মোরেলগঞ্জ ও শরণখোলা মিলে বাগেরহাট-৪ গঠন করেছিল।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...