বিজ্ঞাপন
শুক্রবার (১২ সেপ্টেম্বর) দুপুরে হাতিয়া চেয়ারম্যান ঘাট পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) মো. আবদুল বাতেন বিষয়টি নিশ্চিত করেন। এর আগে, গতকাল বৃহস্পতিবার ১১ সেপ্টেম্বর রাত সোয়া ৮টার দিকে উপজেলার চেয়ারম্যান ঘাটে মেঘনা নদীর তীরে মাস্টার মাঝি নামের মাছ ধরার ট্রলারে এ ঘটনা ঘটে।
দগ্ধ হেমা মাঝি লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার চরবসু গ্রামের আলী মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুদিন আগে ১২ জন জেলে নিয়ে চেয়ারম্যান ঘাটে ফেরেন মাস্টার মাঝি। পরে ট্রলারের ১১ জেলে বাড়ি চলে যায়। ট্রলারটি পাহারা দিতে থেকে জান হেমা। বৃহস্পতিবার রাত সোয়া ৮টার দিকে ট্রলারে রান্নার সময় ব্যবহৃত গ্যাস সিলিন্ডারটি বিস্ফোরিত হয়। এতে মুহুর্তের মধ্যে নৌকার কাঠগুলো খুলে আলাদা হয়ে যায়। শব্দ শুনে আশপাশের লোকজন হেমাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়া হয়। হেমা মাঝির দুই হাত, দুই পা, বুক ও পিঠসহ শরীরের বিভিন্ন অংশের প্রায় ৩৫ শতাংশ আগুনে ঝলসে গেছে।
হাতিয়া চেয়ারম্যান ঘাট পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) মো. আবদুল বাতেন আরও বলেন, রান্না করার সময় বিস্ফোরণের ঘটনা ঘটে। নদীতে এ ঘটনা ঘটায় এ বিষয়ে নৌ পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...