Logo Logo

জাকসু নির্বাচনের ভোট গণনা স্থগিত, চলছে জরুরি সভা


Splash Image

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট গণনা হঠাৎ স্থগিত করা হয়েছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের নির্বাচন কমিশন এ ঘোষণা দেয়।


বিজ্ঞাপন


ঘোষণার পরপরই ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ছাত্র শিবির সমর্থিত প্যানেল ও স্বতন্ত্র ভিপি প্রার্থীরা স্লোগান দিতে দিতে নির্বাচন কমিশনের কার্যালয়ে প্রবেশ করেন।

এদিকে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শিক্ষকরা জরুরি সভার আহ্বান করেছেন। বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে বলে জানা গেছে।

এর আগে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ২১টি আবাসিক হলে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট শেষে ব্যালট বাক্সগুলো সিনেট ভবনে আনা হয় এবং রাত ১০টার পর থেকে গণনা শুরু হয়। তবে গণনা চলাকালেই শুক্রবার বিকেলে হঠাৎ তা স্থগিত করা হয়।

জানা গেছে, ভোট গণনা বন্ধের সিদ্ধান্তকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে উৎকণ্ঠা ও উত্তেজনা বিরাজ করছে। শিক্ষকরা পরিস্থিতি স্বাভাবিক করতে আলোচনায় বসেছেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...